আসসালামু আলাইকুম হুজুর,
আমার বিয়ে হয়েছে কয়েক মাস আগে, কিন্তু এর
মধ্যেই আমার স্ত্রী অবৈধ সম্পর্কে জড়িয়ে যায়,এসব জানাজানি হয়ে গেলে আমাদের মধ্যে একটা রাগারাগি হয় এবং দুই ফ্যামিলি মিলে আলোচনায় বসি। আলোচনার এক পর্যায়ে আমাকে কয়েকজন একটু দূরে নিয়ে গিয়ে আমার মতামত জানতে চায়, আমি কি করবো এখন, সেখানে তাদেরকে আমি বলেছি যে, ওইটা বাতিল এবং এর সাথে বলেছিলাম বাতিল করলেই ভালো হয় বা বাদ দিয়ে দিবো। অর্থাৎ (ওইটা বাতিল, বাতিল করে দিবো বা ওইটা বাতিল করলে ভালো হয় বা বাদ দিয়ে দিবো) এই রকম কথা বলেছিলাম। মনের মধ্যে সেরকম কোন নিয়ত ছিলো না যে তাকে ছেড়ে দিলাম বা ছেড়ে দিচ্ছি। তারা জিজ্ঞেস করাতে হঠাৎ করেই মুখ থেকে
কথাটা বাহির হয়েছিল।
হুজুর এখন জানতে চাচ্ছি, এটা বলাতেই কি তালাক পতিত হয়েছে??
পরকীয়ায় আসক্ত স্ত্রীকে কি নিজের বাড়িতে রাখা যাবে?
দয়াকরে নাম ঠিকানা প্রকাশ করবেন না।