বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
পবিত্র ইসলাম ধর্মে মেয়েদের কপালে টিপ দেয়া,বাকা সিথি গাতা,সবই হারাম বলে ঘোষণা করা হয়েছে।
কারণ,
- (১) অতীতকালে যারা অনৈতিক কার্যকলাপ তথা নর্তকী বা নিশিকন্যার পেশায় লিপ্ত থাকত শুধুমাত্র তারাই তাদের পরিচয়ের স্বার্থে কপালে টিপ পরিধান করত।
- (২)কপালে টিপ দেয়া বিধর্মীয় তথা হিন্দু ধর্মীয় সাংস্কৃতি । আর বিধর্মীয় সংস্কৃতিকে গ্রহণ করা মুসলমানের জন্য সম্পূর্ণ হারাম।
কেননা হাদীস শরীফে আছে........
ﻋﻦ ﺍﺑﻦ ﻋﻤﺮ ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ «
ﻣﻦ ﺗﺸﺒﻪ ﺑﻘﻮﻡ ﻓﻬﻮ ﻣﻨﻬﻢ »
তরজমাঃ- যে ব্যক্তি যার অনুসরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে।(সুনানে আবু-দাউদ৩৫১২) তথ্যসূত্র : তাফসীরে মা-রেফুল কুরআন।বিস্তারিত জানুন-
388