আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
স্বামী আর স্ত্রী একান্তে সময় কাটাচ্ছিল। স্ত্রী বলে দরজা লাগায়,দেন।স্বামী দুস্টামি করে বলে বিবাহিত বউ কেও নিয়ে যাবে না।নিয়ে যেতে হলে ১০ লাখ টাকা দিতে হবে বা১০ লাখ টাকা দিয়ে নিয়ে যেতে হবে।স্ত্রী বলে আপনাকে বার বার বলছি এই ধরনের কথা,না বলতে।এই নিয়তে কথা না বলতে।স্বামী বলে এই নিয়তে বলি নাই।আমি তোমাক কোনদিন ছাড়ব নাকি? এরপর সব স্বাভাবিক। স্ত্রীর বাসায় স্ত্রীর মা মেনে নেয় নি।তহ কথাগুলোর ১-২ ঘন্টা পর স্ত্রী মায়ের কথা বলতেছিল।ওর মা বলেছিল"যা করছস করছস এখন পরিষ্কার হয়ে যা "।মানে চলে আসতে বলতেছিল আর কি মেয়েকে।সেটা স্বামীকে বলতেছিল আর কি মা,কি কি বলেছে।স্বামী বলে পরিস্কার হয়ে গেলে কি আরেকটা স্বামী দিতে পারবে নাকি বা পরিস্কার হয়ে গেলে আরেকটা স্বামীয়ে রাখবে নাকি বলে? স্বামীর কথা ছিল প্রশ্ন বোধক।এর পর ও স্বামী বলে সেই নিয়তে কিছু বলে নি।এর ৩০ বা ৪০ মিনিট আগে মেয়ে ওটার খালাত বোনকে নিয়ে কথা হচ্ছিল।মানে মায়ের কথা ওটা বলার ৩০-৪০ মিনিট আগে।মেয়েটা বলতেছিল কি স্বামী দিছে যে টাকলা একটা।আমার স্বামীকে আবার মানতেছে না যে।স্বামী বলতেছিল তোমার পরিবার ওইরকম খুজত যে আর কি বা,দিত যে আর কি বা ওইরকম দিতে পারবে যে আর কি।"ওইরকম দিতে পারবে যে আর কি" সেটা বলে নাই মনে হয়।ওটা ছাড়া আর বাকি যেগুলো বলেছি এইরকম একটা কথা বলেছিল।কথাটা স্ত্রীর ঠিক মনে নেয়।তবে এইরকম কথা বলেছিে। এইবার নিয়ত জিগ্যেস করে নি।কারন কথাটা মেয়ে ওটার কাছে কেনায়া শব্দের মত লাগে নি তখন তাই।কিন্তু এখন মনে পড়তেছে না ঠিক কি বলেছিল।তবে ওই,ধরনের কিছু বলেছিল।এরপর মায়ের কথাটা বলার সময়,আবার নিয়ত জিগ্যেস করেছিল স্ত্রী।বলেছিল আপনাকে না বলেছি এমন কথা না বলতে, এই নিয়তে না বলতে?।তখন ও স্বামী বলেছিল ওই নিয়তে বলে নি।এমনকি ঝগড়াও হচ্চিল না।তালাকের কোন কথা হচ্চিল না।শুধু মা কি বলেছে মেয়েটার,পরিবার কি বলেছে এগুলো নিয়ে কথা হচ্ছিল।ওপরের সময় গুলোও কম বেশি হতে পারে।মেয়েটার কাছে যতটুকু মনে হয়েছে তা বলেছে।উপরোক্ত কোন কথা দ্বারা কি তাদের বৈববাহিক সম্পর্কে কোন সমস্যা হবে?