ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা-শারিকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু | "
" আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু । "
এই দুইটির মধ্যে যেকোনো একটা পড়ে নিলেই হবে। ঈমান চলে আসবে।
(২)
খাওয়ার সময় টিভি বা কম্পিউটারে কোন সিনেমা বা সিরিজ দেখা নিন্দনীয়।তবে দেখার কারণে কুফর বা শিরক হবে না।
(৩)
আ'মল শুধুমাত্র মানুষই করে থাকে।
(৪)
জ্বী, সৃষ্ট। তবে আপনার প্রশ্নকে একটু ব্যখ্যা করে কমেন্ট করবেন।