আসসালামু আলাইকুম উস্তাজ।
আমার বিয়েতে পাওয়া ২.৭৯ ভরি স্বর্ণ আছে, যার ১ বছর ২ মাস হয়ে গিয়েছে, সাথে ব্যাংকে বেতন এসেছে ২০,০০০ টাকা।
এগুলো আমার সম্পদ।
আমার স্বামী, ব্যবসা করার উদ্দেশ্যে ৫. ৫ লাখ টাকা ঋণ নিয়েছে, যার মধ্যে ১৬ হাজার শোধ করা হয়েছে, তার কোনো চাকুরী নেই, বরং ব্যবসা থেকে যে টাকা আসে, তা দিয়ে প্লাস আমার বেতন দিয়ে সংসার চলে ( উল্লেখ্য আমার স্বামীর কোনো জমানো টাকা নেই)
এমন অবস্থায়,
ক) আমার উপর যাকাত ফরজ কি?
খ) আমার স্বামীর উপর যাকাত ফরজ কি?
জাযাকাল্লাহু খইরন উস্তাজ।