বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) কেউ যদি তার স্ত্রী কে বলে, "তুমি চাইলে আবার বিয়ে করতে পারবা" এই কথার দ্বারা মজলিসের ভিতর স্ত্রী তালাকের অধিকার প্রাপ্ত হবে। মজলিস থেকে উঠে গেলে তালাকের অধিকার রহিত হয়ে যাবে।
(২)
স্বামী স্ত্রীর কথোপকথন:
স্ত্রী: কেউ যদি তার বউ কে বলে তুমি ছেড়ে দাও বা আমাকে ছেড়ে দিও বা ডিভোর্স দিও গুলো বলাতে স্বামী স্ত্রীকে তালাকের অধিকার দিয়ে ফেলে, আর অধিকার কখনও ফিরিয়ে নেওয়া যায় না। তুমি আমাকে এইকথা গুলা কখনো বলনি তো?
স্বামী: না।
স্ত্রী স্বামীর থেকে সিউর হওয়ার জন্য স্বামীকে এইভাবে প্রশ্ন করে। স্বামী যেহেতু আগেও অধিকার দেয় নাই,
এইভাবে কথা বলার জন্য স্ত্রী কোনো অধিকার পাবে না এবং কোনো সমস্যাও হবে না।