আসসালামু আলাইকুম , জনাব 'ক' এর ক্যাশ টাকা মজুদ আছে ৩৫০০ টাকার মতো , একটি ১৪ হাজার টাকা দামের মোবাইল যা সে ব্যবহার করে এবং ২০০০০ টাকা ( প্রায় ) দামের ল্যাপটপ যা সে ব্যবহার করে । তার বাবা মায়ের কিছু জমি আছে যার মূল্য লাখের উপরে তবে ঐ জমির মালিকানা এখনও বাবা মার কাছেই । জনাব 'ক' কি যাকাত গ্রহনের যোগ্য ? কেউ যদি কারও হারাম সম্পদ জনাব 'ক ' দান করে সে কি গ্রহন করতে পারবে ?