ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
কারো যদি গলায় কফ থাকে সে যদি ভুলে একবার আস্তে মুখ খুলে খাকারি দেয়, তাহলে তার স্বলাত বাতিল হবে না। (সে চাইলে মুখ বন্ধ করেই খাকারি দিতে পারতো,কিন্তু মুখ বন্ধ না করে ভুলে দিয়ে দিয়েছে) এজন্য কোনো সমস্যা হবে না।
(২)
তাশাহুদের
اَلسَّلاَمُ عَلَيْنَا وَعَلٰى عِبَادِ اللّٰهِ الصَّالِحِيْنَ
এর 'ইবাদিল্লাহিস্বলিহিন এ ه এর জায়গায় ح দিয়ে পড়লে স্বলাত ফাসিদ হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1126
(৩)
আপনার সামনে এমন কি কি কারণ রয়েছে, যেগুলোর কারণে আপনার মনের মধ্যে এমন প্রশ্ন এসেছে? কমেন্টে বলবেন।
(৪)
আল্লাহ যে কাউকে ক্ষমা করতে পারবেন।সব ক্ষমতার মালিক আল্লাহ তা'আলা।
(৫)
আপনার মায়ের জন্য বাবার অনুমতিহীন কাউকে ঋণ দেয়া জায়েয হবে না। দিলে আপনার মায়ের গোনাহ হবে।
(৬)
স্বলাতরত অবস্থায় যদি ঘাম/কান্না মুখে ঢুকে যায়,যেহেতু ঘাম বা কান্নার পানি নিতান্তই কম থাকে,তাই স্বলাত বাতিল হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/9927