বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্বামীর মৃত্যুর সময় স্ত্রী যে ঘরে বসবাসরত ছিল,সে ঘরেই ৪মাস১০দিন শোক পালন করা স্ত্রীর উপর ওয়াজিব।কেননা রাসূলুল্লাহ সাঃ ফারিয়া বিনতে মালিক রাযি কে বলেন,
( امكثي في بيتك الذي جاء فيه نعي زوجك حتى يبلغ الكتاب أجله . قالت : فاعتددت فيه أربعة أشهر وعشرا ) رواه أبو داود (2300) والترمذي (1204) والنسائي (200) وابن ماجه (2031) وصححه الألباني في صحيح ابن ماجه .
তুমি তোমার ঐ ঘরে অবস্থান করো,যে ঘরে থাকাবস্থায় তোমার কাছে তোমার স্বামীর মৃত্যুর খবর পৌছেছে। ফারিয়া বলেন,সেই ঘরে আমি ৪মান১০ অবস্থান করি।আবু-দাউদ-২৩০০
উপরোক্ত হাদীসের আলোকে জুমহুর(সমস্ত) উলামায়ে কেরাম বলেন,স্ত্রী যে ঘরে অবস্থান করার সময়ে স্বামীর মৃত্যু সংবাদ পৌছবে, সে ঘরে স্বামীর জন্য ৪মাস১০দিন শোক পালন করা ওয়াজিব।তবে যদি মহিলার নিজের জানের উপর ভয় হয়,অথবা এমন কেউ না থাকে যে, ঐ মহিলার খোঁজখবর নিতে পারবে,তাহলে সে মহিলা অন্যত্রও ইদ্দত পালন করতে পারবে।
(১)
মহিলা যদি শহরে থাকাবস্থায় স্বামীর মৃত্যু সংবাদ পায়,তাহলে শহরেই মহিলা ইদ্দত পালন করবে।স্বামীর গ্রামের বাড়িতে আসার কোনো প্রয়োজন নাই।কিন্তু যদি স্বামীর গ্রামের বাড়িতে থাকাবস্থায় স্ত্রীর মৃত্যু সংবাদ পায়,তাহলে স্ত্রী গ্রামের বাড়িতেই অবস্থান করবে।যদি স্ত্রীর ছেলে সন্তান সবাই অন্যত্র অবস্থান করে,তাহলে স্ত্রী সেখানে যেতে পারবে।
সুতরাং স্ত্রী শহরে থাকতে পারবে।
(২)
চুড়ি, নাকফুল ইত্যাদি সাজসরঞ্জাম খুলে রাখতে হবে।