আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+1 vote
356 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (2 points)

আসসালামু আলাইকুম
আমার প্রশ্ন হচ্ছে ইদ্দতকালীন সময়ে কি

  1. (১)স্বামী যে গৃহে মারা গেছেন স্ত্রীকে সেই গৃহেই অবস্থান করা বাধ্যতামূলক ।নাকি অনত্র ইদ্দত পালন করবেন, যেমন ছেলেমেয়েরা শহরে থাকলে তাদের কোন একজনের বাসায় এই সময় অবস্থান করতে পারবে?
  2. (২)এ সময় কি নাকফুল এবং চুড়ি খুলে রাখতে হবে।

1 Answer

0 votes
by (606,450 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
স্বামীর মৃত্যুর সময় স্ত্রী যে ঘরে বসবাসরত ছিল,সে ঘরেই ৪মাস১০দিন শোক পালন করা স্ত্রীর উপর ওয়াজিব।কেননা রাসূলুল্লাহ সাঃ ফারিয়া বিনতে মালিক রাযি কে বলেন,
 ( امكثي في بيتك الذي جاء فيه نعي زوجك حتى يبلغ الكتاب أجله . قالت : فاعتددت فيه أربعة أشهر وعشرا ) رواه أبو داود (2300) والترمذي (1204) والنسائي (200) وابن ماجه (2031) وصححه الألباني في صحيح ابن ماجه .
তুমি তোমার ঐ ঘরে অবস্থান করো,যে ঘরে থাকাবস্থায় তোমার কাছে তোমার স্বামীর মৃত্যুর খবর পৌছেছে। ফারিয়া বলেন,সেই ঘরে আমি ৪মান১০ অবস্থান করি।আবু-দাউদ-২৩০০

উপরোক্ত হাদীসের আলোকে জুমহুর(সমস্ত) উলামায়ে কেরাম বলেন,স্ত্রী যে ঘরে অবস্থান করার সময়ে স্বামীর মৃত্যু সংবাদ পৌছবে, সে ঘরে স্বামীর জন্য ৪মাস১০দিন শোক পালন করা ওয়াজিব।তবে যদি মহিলার নিজের জানের উপর ভয় হয়,অথবা এমন কেউ না থাকে যে, ঐ মহিলার খোঁজখবর নিতে পারবে,তাহলে সে মহিলা অন্যত্রও ইদ্দত পালন করতে পারবে।

(১)
মহিলা যদি শহরে থাকাবস্থায় স্বামীর মৃত্যু সংবাদ পায়,তাহলে শহরেই মহিলা ইদ্দত পালন করবে।স্বামীর গ্রামের বাড়িতে আসার কোনো প্রয়োজন নাই।কিন্তু যদি স্বামীর গ্রামের বাড়িতে থাকাবস্থায় স্ত্রীর মৃত্যু সংবাদ পায়,তাহলে স্ত্রী গ্রামের বাড়িতেই অবস্থান করবে।যদি স্ত্রীর ছেলে সন্তান সবাই অন্যত্র অবস্থান করে,তাহলে স্ত্রী সেখানে যেতে পারবে।

সুতরাং স্ত্রী শহরে থাকতে পারবে।

(২)
চুড়ি, নাকফুল ইত্যাদি সাজসরঞ্জাম খুলে রাখতে হবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...