আসসালামু আলাইকুম
শায়েখ
১)
বর্তমানে আমরা যে ক্যালেন্ডার/গুগলে/অন্য কোনো অনলাইনের সময় অনুযায়ী নামাজ পড়ি, আজান দিই,ইফতারি করি,সাহরী করি।। এটা কতটুকু শরিয়ত সম্মত অর্থাৎ ঐগুলোতে যে টাইম দেয়া আছে তার অনুযায়ী ইবাদত পালন করতে পারবো কি??কতটুকু সহিহ হবে??
যদি না পারি তাহলে বিকল্প কি করা যায়।
বিশেষত ইফতারি করার বিষয়টি খুবই সেনসেটিভ!
যদি সামান্য একটু ভুলের কারনে আমার রোজা না হয়!
২)আমরা সাধারণত একটা ক্যালেন্ডার দেখতে পাই যেটার নাম "" নামাজের চিরস্থায়ী ক্যালেন্ডার" এটার টাইম কতটুকু নির্ভরযোগ্য এবং এটা কে লিখেছে?
৩)শুনেছি মুফতি আমিমুল ইহসান বাংলাদেশে সর্বপ্রথম এই নামাজ রোজার বছরব্যাপী একটা টাইম নির্ধারণ করেছেন অনেক তাহকিক করে এবং এই বিষয় নাকি তিনি অনেক পাণ্ডিত্যের অধিকারী ছিলেন।।
এবং তিনি নাকি একটা নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার ও তৈরি করেছিরেন এটা কতটুকু সঠিক??এবং তার তাহকিককৃত সময় গুলো কতটুকু নির্ভুল ?
যদি ক্যালেন্ডার করে থাকেন তাহলে আমরা কি সেটি মানতে পারবো বর্তমানে।।
৪)বর্তমানে রোজার আগে ইসলামি ফাউন্ডেশন কতৃক একটা ক্যালেন্ডার তৈরি করে দেয়া হয় যেখানে সাহরি ইফতারের সময় থাকে।। প্রশ্ন হলো তারা এই সময় কিভাবে কোথায় থেকে নির্ধারণ করে থাকেন?
৫)অনেক সময় এক ক্যালেন্ডারের টাইমের সাথে অন্য ক্যালেন্ডারের টাইমের মিল থাকে না সে ক্ষেত্রে কি করনীয়??
এবং বর্তমানে মোবাইলে ইসলামিক কিছু এ্যাপ ও রয়েছে যেখানে নামাজ,ইফতারের সময় লেখা থাকে।।
যেমন কওমি ওলামাদের তত্বাবধানে পরিচালিত এ্যাপ ""মুসলিম বাংলা""।। এটা অনুযায়ী কি আমরা ইফতার সাহরি নামাজ ইত্যাদি আদায় করতে পারবো??
৬)মাগরিবের আজানের সময় আর ইফতারের সময় দুটোই কি একই??
এটা জিজ্ঞেস করার কারন হল রমজানে দেখা যায় ঠিক ইফতারের সময়ই আজান দেওয়া হয়।কিন্তু রমজান ব্যাতিত ইফতারের টাইম যখন হয় তখন আজান দেয়া হয় না,,এর কারন কি??
ইফতারের টাইমের ও ৫-৭ মিনিট পরে আজান দেওয়া হয়।। সেক্ষেত্রে যদি এমন হয যে, ইফতারের টাইম হয়েছে কিন্তু আজান দেয়নি, আমি যদি ইফতারি করে নি কোনো সমস্যা হবে কিনা??
গতকালের ঘটনা আমরা রোজা ছিলাম। ইফতারি+ সাহরির টাইম দেখতে গেলাম কয়েক জায়গায় ((উল্লেখ্য আমাদের লোকেশন চট্টগ্রামের হাটহাজারী)) ১,মুসলিম বাংলা এ্যাপে সেখানে টাইম ছিল ইফতারি ৬:৩১,, সাহরি শেষ ৪:০০
২,গুগলে সেখানে টাইম ছিল ইফতারি ৬:৩০,,সাহরি ৪:০৬
৩,নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারে দেখলাম মাগরিবের ওয়াক্ত শুরু ৬:৩৬
উল্লেখ্য সবগুলো টাইমের সাথেই ইসলামিক ফাইন্ডেশন কতৃক অতিরিক্ত টাইম যোগ করা ছিল।।
সন্দেহর বিষয় ছিলো ১নং এবং ৩ নং পয়েন্ট নিয়ে।।
একজায়গায় ৬:৩১ অন্য জায়গায় ৬:৩৬ এতো বেশি ডিফারেন্স হওয়ার কারন কি??
আমরা ইফতারি করেছিলাম ৬:৩১
ঐ দিকে নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারে টাইম ছিল ৬:৩৬
আর মসজিদে মাগরিবের আজান দিলো ৬:৪১
আজান এতো টাইম পরে দেওয়ার কারন কি??
৭)নামাজ রোজার চিরস্থায়ী ক্যালেন্ডারের তথ্য কি গ্রহণযোগ্য??
বর্তমানে আমাদের কোন টাইম অনুযায়ী আমল করা উচিত?
কোনটা বেশি নির্ভরযোগ্য হবে??