আসসালামু আলাইকুম উস্তাদ।
আমার বাসার খাদেমা,,উনি আমাদের বাসা ছাড়া আরো ২ জায়গায় কাজ করেন। উনার স্বামী বেকার। ৩ বছরের বাচ্চা একটা মেয়ে আছে। উনি এখন ১.৫ মাসের প্রেগন্যান্ট। ঢাকায় তার কোনো আত্নীয় স্বজম নেই,,স্বামী ও বর্তমানে কাজের খোজে ঢাকার বাইরে আছে। উনি চাচ্ছেন বাচ্চাটা নষ্ট করতে।কারন
১. পরিবার চালানোর দায়িত্ব তার,তার স্বামী চেষ্টা করেও কোনো পারমানেন্ট কাজ যোগাড় করতে পারছে না। কাজ আসে আর যায় এমন অবস্থা।
২. বাচ্চা পেটে নিয়ে ভারী ভারী কাজ করাও খুব কষ্টকর। কাজ ছাড়তেও পারবে না,,যেহেতু স্বামী বেকার।
৩. বাচ্চা হওয়ার পর তাকে নিয়ে নিয়ে মানুষের বাসায় কাজেও যেতে পারবেনা,,,ঢাকায় কেউ নেই যে কারো কাছে বাচ্চা রেখে আসবে।
উস্তাদ,,,সব পরিস্থিতি বিবেচনা করে উনার কি বাচ্চাটা নষ্ট করা জায়িজ হবে?