ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
১. কেউ যদি তার স্ত্রীকে বলে "তুমি অন্য কোথাও বিয়ে করলে তখন বলে দিও তুমি ভার্জিন ছিলা" এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।
২. কেউ যদি তার স্ত্রীকে বলে "তুমি আবার বিয়ে করলে তখন বলে দিও আমার সাথে ভালো ছিলা না"। এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।
৩. "তুমি অন্য কাউকে বিয়ে কইরো" এই কথায় স্ত্রী তালাকের অধিকার পাবে না।
৪. "তুমি আবার বিয়ে কইরো" এই কথায় স্ত্রী তালাকের মালিক হবে না।
৫. কেউ যদি তার স্ত্রীকে বলে "তোমাকে আবার বিয়ে দেওয়া যাবে" এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে না।
৬. কোনো স্বামী যদি তার স্ত্রীকে তালাক না দিয়ে সন্দেহতে পরে বলে যে "আমার স্ত্রীর উপর থেকে তালাক উঠায় দিলাম/ স্ত্রীর উপর থেকে তালাক প্রত্যাহার করলাম" এইভাবে বললে তালাক হবে না।