আসসালামু আলাইকুম "আল্লাহ এক ও অদ্বিতীয়" আমি এই কথা মনে প্রাণে বিশ্বাস করি .যখন আমি নামাজে সিজদাহ্ করতে গেলাম ঠিক সেই মূহুর্তে আমার মাঝে মাঝে হিন্দুদের দেবীদের নাম মনে চলে আসে,নাউজুবিল্লাহ আমি কিভাবে একমাত্র আল্লাহর হক সিজদাহ্- য় গিয়ে এমন একটা কথা মনে মনে বলতে পারলাম সেটা ভেবে আমার অন্তরজ্বলে যাচ্ছে,কিছুতেই মেনে নিতে পারছি না,ফলে বার বার এ কথা মনে পরে যাচ্ছে আর সংশয়ে পরে যাচ্ছি যে মুখেও উচ্চারণ করে ফেললাম কিনা,একবার নামাজও বাতিল করতে হইছে কারন মনে হচ্ছিল হয়ত সুরা পরার সময় এ কথাটা উচ্চারিত হয়ে গেল কিনা এটা ভেবে.... আল্লাহ ত সব কিছুই জানেন,মনে মনে কিছু বললেও জানেন,তাহলে কি আমি মনে মনে এমন কথা বলাতে আমার ঈমান নষ্ট হয়ে গেছে,আমি কি চিরস্থায়ী জাহান্নামি হয়ে গেলাম? এমনকি মসজিদের জামাতে হটাত করে নামাজের সিজদায় চলে আসে এমন কথা,আমি এগুলা নিয়ে ভাবিও না।
২ঃ কেউ যদি নামাজে,রুকুতে,সিজদাহ্-য় গিয়ে মনে মনে শিরক,কুফুরি কথা বলে ফেলে বা চোখে যদি কোন ছবি ভেসে উঠে তাহলে কি তার ঈমান নষ্ট হয়ে কাফের হয়ে যায়?