১. কেউ যদি তার স্ত্রীকে বলে "তুমি অন্য কোথাও বিয়ে করলে বলে দিও আগে অশান্তিতে ছিলা" এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে? পাইলে কত তালাকের পাবে? কত সময়ের জন্য?
২. কেউ যদি তার স্ত্রীকে বলে "তুমি আবার বিয়ে করলে তখন বলে দিও আগে তুমি ভাল ছিলা না"। এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে? কত তালাকের পাবে? কত সময়ের জন্য?
৩. "তুমি অমুককে বিয়ে কর" এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
৪. কেউ যদি তার স্ত্রীকে বলে "তুমি আরো ভাল জায়গায় বিয়ে করতে পারতা" এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
৫. "তুমি আবার বিয়ে কর" এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পায়? পাইলে কত তালাকের পাবে? কত সময়ের জন্য পাবে?
৬. কেউ যদি তার স্ত্রীকে বলে "তোমাকে আবারও বিয়ে দেওয়া যাবে" এই কথায় কি স্ত্রী তালাকের অধিকার পাবে? কত সময়ের জন্য পাবে?