বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
ফুকাহায়ে কেরামদের আলোচনা থেকে বুঝা যায় যে,কালো কলপ একদমই দেওয়া যাবে না। (জাওয়াহিরুল ফিকহ, ৭/১৫৯,মাকতাবাতু দরুল উলূম করাচী)
কালো কলপ ব্যতীত চুলে যেকোনো কালার দেয়া যেতে পারে যদি তা কাফিরগণ কে অনুসরণ করে না করা হয়। (যেব ও যি-নত কে শরয়ী আহকাম-৭১)আল্লাহ-ই ভালো জানেন।
(২)
সব ক্ষেত্রেই কি মানুষ কে ভয় করা শিরক হবে না।বরং কোন কোন ক্ষেত্রে জায়েজ আছে। যেমনঃ ছাত্র ছাত্রিরা শিক্ষকদের ভয় করে , পিতা মাতাকে তাদের সন্তান ভয় করে আর তাছারাও সাধারন ভয় যেমন কুকুর এর ভয়, সাপ এর ভয় , অন্ধকার এর ভয় ইত্যাদি । এগুলো শিরক হবে না।