ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
যদি শুধুমাত্র আল্লাহকে কথা দেয়া হয় যে, এই এই কাজ আর করবো না,কিন্তু তবু্ও করে ফেলা হয়।
তাহলে আল্লাহ কে কথা দিয়ে, না রাখার জন্য কাফফারা দিতে হবে না। তবে আল্লাহর নামে কসম করলে, যেমন এভাবে বললে, আল্লাহর কসম করে বলছি, এমনটা করবো না বা বলবো না, তাহলে অবশ্যই কাফফারা দিতে হবে।
(২)
যদি কারোর বাবা-মা-ভাই রা মিলে স্ত্রীকে তালাকের কাগজ পাঠিয়ে দেয় তাহলে তালাক হবে না।তালাক শুধুমাত্র স্বামীই দিতে পারবে। আর কেউই দিতে পারবে না।
(৩)
যদি সন্তান রা জানতে পারেন যে, বাবা মা এর তালাক হয়ে গিয়েছে এক্ষেত্রে সন্তানদের করনীয় হল, মা বাবাকে আলাদা করে দেয়া। সামর্থ্য থাকার পরও মাতাপিতাকে পৃথক না করলে সন্তানদেরও গুনাহ হবে।
(৪)
স্বামী স্ত্রী জানুক বা নাই জানুক। সন্তান কখনো জাহান্নামে যাবে না।