আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
345 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (2 points)
edited by
আসসালমুআলাইকুম হুজুর,
আমি খুব টেনশন এর মধ্যে আছি , আমাকে সাহায্য করুন, আমার একটা মেয়ের সঙ্গে তিন বছর এর পরিচয় ছিল এবং আমাদের উভয় পক্ষের পরিবার কে বিষয় টা জানায় । এবং আমাদের বাড়ি থেকে কথা বলে আমাদের বিয়ে ঠিক হয়। এবং আমরা বিয়ে করি।
বিষয় হলো, যখন আমাদের বিয়ে হিয়েছিলো না তখন আমরা ফোনে কথা বলতাম, কথা বলতে বলতে উত্তেজিত হতাম নানান রকমের নোংরা কথা বলে উত্তেজিত হতাম এবং বীর্য বের করতাম।

আমি উত্তেজিত হয়ে  তার মা কে নিয়ে কিছু নোংরামি কথা বলতাম , এবং তাকে দিয়ে বলাতাম এবং হস্ত মৈথুন করতাম, একদিন তার মা এর খুব একটা সাধারণ ছবি দেখে কল্পনাজনক ভাবে হস্ত মৈথুন করে ফেলেছি ।
এগুলো সব বিয়ের আগে ঘটনা। আমি তার মা কে কখনো সামনে দেখেছিলাম না। এবং কখনো স্পর্শ করিনি । যে গুলো করেছি ভুল করে মজার ছলে করেছি , হারাম হালাল সম্পর্কে এত জানতাম না।
এতে কি হুরমত হবে?

হুজুর আমাদের বিয়ে টা কি হারাম হয়ে যাবে না সবকিছু ঠিক আছে ? খুব চিন্তা হচ্ছে আমাকে দয়া উত্তর টা দিন ।
হুজুর আর কিছু প্রশ্নের উত্তর গুলো দিবেন অনুরোধ করছি,
২. সহবাসের সময় স্ত্রীর সঙ্গে নোংরামি কথা বললে কি পাপ হয় নাকি হারাম?

৩. মনে সন্দেহ বা মনে না পড়লে কি হুরমত হবে , শয়তান বার বার মনের মধ্যে এই রকম ভাবনা তৈরি করছে এতে কি হুরমত হবে ?

৪.  মা এর সঙ্গে ফোনে কথা বলতে বলতে যদি উত্তেজিত হয়ে বীর্য বের  করে বা না করে কিন্তু উত্তেজিত হয় তাহলে কি হুরমত হয়।

৫. মনে মনে ভাবলো বা অনিচ্ছা ভাবে মনে হয়ে গেলো কিন্তু মুখে প্রকাশ করলো না তাহলে কি জিহার হবে?

1 Answer

0 votes
by (606,750 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
হুরমতে মুসাহারাত সাব্যস্ত হবার জন্য কয়েকটি শর্ত রয়েছে।
শর্তগুলো হল,
১–
সরাসরি খালি গায়ে বা এমন কাপড়ের উপর দিয়ে স্পর্শ করে, যা এতটাই পাতলা যে, শরীরের উষ্ণতা অনুভব হয়। যদি এমন মোটা কাপড় পরিধান করে থাকে যে, শরীরের উষ্ণতা অনুভূত না হয়, তাহলে নিষিদ্ধতা সাব্যস্ত হবে না।
فى الدر المختار- أو لمس ) ولو بحائل لا يمنع الحرارة
وقال ابن عبدين– ( قوله : بحائل لا يمنع الحرارة ) أي ولو بحائل إلخ ، فلو كان مانعا لا تثبت الحرمة ، كذا في أكثر الكتب (الفتاوى الشامية، كتاب النكاح، فصل فى المحرمات-3/107-108)

এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1233

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১)
কনের মাকে নিয়ে নোংরা কথা বলা,কখনো জায়েয না। তবে এদ্বারা হুরমত হবে না।

(২)সহবাসের সময় স্ত্রীর সঙ্গে নোংরামি কথা পশুতুল্য কাজ।

(৩)মনে সন্দেহ বা মনে না পড়লে হুরমত হবে না।

(৪)মা এর সঙ্গে ফোনে কথা বলতে বলতে যদি উত্তেজিত হয়ে বীর্য বের  করে বা না করে কিন্তু উত্তেজিত হয়, তাহলে হুরমত হবে না।গোনাহ তো অবশ্যই হবে।

(৫)মনে মনে ভাবলো বা অনিচ্ছা ভাবে মনে হয়ে গেলো কিন্তু মুখে প্রকাশ করলো না, তাহলে জিহার হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...