আসসালমুআলাইকুম হুজুর,
আমি খুব টেনশন এর মধ্যে আছি , আমাকে সাহায্য করুন, আমার একটা মেয়ের সঙ্গে তিন বছর এর পরিচয় ছিল এবং আমাদের উভয় পক্ষের পরিবার কে বিষয় টা জানায় । এবং আমাদের বাড়ি থেকে কথা বলে আমাদের বিয়ে ঠিক হয়। এবং আমরা বিয়ে করি।
বিষয় হলো, যখন আমাদের বিয়ে হিয়েছিলো না তখন আমরা ফোনে কথা বলতাম, কথা বলতে বলতে উত্তেজিত হতাম নানান রকমের নোংরা কথা বলে উত্তেজিত হতাম এবং বীর্য বের করতাম।
আমি উত্তেজিত হয়ে তার মা কে নিয়ে কিছু নোংরামি কথা বলতাম , এবং তাকে দিয়ে বলাতাম এবং হস্ত মৈথুন করতাম, একদিন তার মা এর খুব একটা সাধারণ ছবি দেখে কল্পনাজনক ভাবে হস্ত মৈথুন করে ফেলেছি ।
এগুলো সব বিয়ের আগে ঘটনা। আমি তার মা কে কখনো সামনে দেখেছিলাম না। এবং কখনো স্পর্শ করিনি । যে গুলো করেছি ভুল করে মজার ছলে করেছি , হারাম হালাল সম্পর্কে এত জানতাম না।
এতে কি হুরমত হবে?
হুজুর আমাদের বিয়ে টা কি হারাম হয়ে যাবে না সবকিছু ঠিক আছে ? খুব চিন্তা হচ্ছে আমাকে দয়া উত্তর টা দিন ।
হুজুর আর কিছু প্রশ্নের উত্তর গুলো দিবেন অনুরোধ করছি,
২. সহবাসের সময় স্ত্রীর সঙ্গে নোংরামি কথা বললে কি পাপ হয় নাকি হারাম?
৩. মনে সন্দেহ বা মনে না পড়লে কি হুরমত হবে , শয়তান বার বার মনের মধ্যে এই রকম ভাবনা তৈরি করছে এতে কি হুরমত হবে ?
৪. মা এর সঙ্গে ফোনে কথা বলতে বলতে যদি উত্তেজিত হয়ে বীর্য বের করে বা না করে কিন্তু উত্তেজিত হয় তাহলে কি হুরমত হয়।
৫. মনে মনে ভাবলো বা অনিচ্ছা ভাবে মনে হয়ে গেলো কিন্তু মুখে প্রকাশ করলো না তাহলে কি জিহার হবে?