বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
https://ifatwa.info/24385/ নং
ফাতাওয়াতে আমরা বলেছি যে,
হাদীসটি তিরমিযী শরীফে এসেছে -
عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ،
عَنْ أَبِيهِ، طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم " إِذَا الرَّجُلُ دَعَا زَوْجَتَهُ لِحَاجَتِهِ فَلْتَأْتِهِ وَإِنْ
كَانَتْ عَلَى التَّنُّورِ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ
غَرِيبٌ
তালক ইবনু আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘স্বামী যদি মনোবাসনা পূরণের জন্য তার স্ত্রীকে ডাকে তবে সে যদি চুলার কাছেও
থাকে তবুও যেন অবশ্যই সাড়া দেয়। ’ ইমাম আবূ ইসা(রহঃ) বলেন, এই হাদীসটি হাসান-গারীব। মিশকাত ৩২৫৭, সহিহাহ ১২০২, তিরমিজী হাদিস নম্বরঃ ১১৬০ [আল মাদানী প্রকাশনী]
https://ifatwa.info/13468/ নং ফাতাওয়াতে আমরা বলেছি যে,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، - يَعْنِي الْيَشْكُرِيَّ -
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ سَوَّارٍ أَبِي حَمْزَةَ، - قَالَ أَبُو دَاوُدَ
وَهُوَ سَوَّارُ بْنُ دَاوُدَ أَبُو حَمْزَةَ الْمُزَنِيُّ الصَّيْرَفِيُّ - عَنْ
عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللهِ
صلى الله عليه وسلم " مُرُوا أَوْلَادَكُمْ بِالصَّلَاةِ وَهُمْ أَبْنَاءُ
سَبْعِ سِنِينَ وَاضْرِبُوهُمْ عَلَيْهَا وَهُمْ أَبْنَاءُ عَشْرِ سِنِينَ
وَفَرِّقُوا بَيْنَهُمْ فِي الْمَضَاجِعِ " . - حسن صحيح
‘আমর ইবনু শু‘আইব
(রহঃ) থেকে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদেরকে সলাতের জন্য
নির্দেশ দাও। যখন তাদের বয়স দশ বছর হয়ে যাবে তখন (সলাত আদায় না করলে) এজন্য
তাদেরকে মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দিবে।
আহমাদ (২/১৮০, হাঃ ৬৬৮৯ এবং ২/১৮৭), হাঃ ৬৭৫৬), হাকিম (১/১৯৭) বায়হাক্বী (৩/৮৪) ‘আমর ইবনু
শু‘আইব সূত্রে।
এই হাদীস থেকে বুঝা যায় যে সন্তান বুঝবান
না হলে তাকে ঘুমের বিছানা আলাদা করে দেওয়া জরুরি নয়।
তাই প্রশ্নে উল্লেখিত ছুরতে সন্তানরা
ঘুমিয়ে থাকলে সেই ঘরে, বিছানায় স্ত্রী সহবাস করা যাবে।
তবে কোনো আওয়াজ করা যাবেনা, শরীরে চাদর বা কাপড় দিয়ে ঢেকে রেখে সহবাস
করতে হবে, যাতে সেটি পর্দার
কাজ দেয়।
সন্তানের শরীরে যেনো নিজের বা স্ত্রীর
উত্তেজনা বশত হাত ছড়িয়ে না আসে, সেই দিকে পূর্ণ খেয়াল রাখতে হবে।
সতর্কতামূলক সেই সময়ে অন্য ফাকাঁ রুমে
যাওয়াই ভালো।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী বোন!
আপনারা স্বামী স্ত্রী মিলে
সিদ্ধান্ত নিবেন যে, কখন
শারিরিক সম্পর্ক করলে ভালো হয়। সেভাবে করবেন। আবার দুজন মিলে যদি এই সিদ্ধান্ত নেন
যে, কয়েকদিন না করে কিছুদিন পরে করবেন তাও কোনো সমস্যা নেই।
তবে এমন যেনো না হয় যে, আপনার স্বামী শারিরিক সম্পর্ক করতে
চাচ্ছে আবার পরিবেশও আছে। আর আপনি রাজী হচ্ছেন না।