আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ্,
উস্তাদজী ,
আমার বড় ভাইয়ের দুই মেয়ে আমার কাছে বাংলা সাবজেক্ট পড়ে সব , আমি ওদের পিটাই না পড়া না করলে, এর জন্য ওরা ঠিক মতো পড়ে না রেজাল্ট ও খারাপ করে , কাউকে মারলে আমার ভয় হয়, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাঁটি মুসলমান ঐ ব্যক্তি যাহার হাত ও মুখের দ্বারা অন্য কোন মুসলমান কষ্ট পায় না এই হাদীস মনে করে। কিন্তু ওর বাবা আমাকে বলেছে মাইর দিতে না পড়লে , আমি ওদের বুঝিয়ে পড়াতে চাই কিন্তু ওরা কিছুতেই পড়ে না ঠিক মতো,
এ অবস্থায় কি মাইর দিয়ে পড়াবো উস্তাদজী? জায়েয আছে?