আসসালামু আলাইকুম শায়েখ।
১.তাসবীহ, তাহমীদ, তাকবীর এবং তাহলীল লেমেনেটিং করে গাছ বা দেয়ালে লাগিয়ে দেয়া উচিত হবে কিনা?এগুলো যদি মানুষ দেখে পড়ে তাহলে এই উছিলায় আমাদের সওয়াব হবে কি?
২.আমি প্রায়ই স্বপ্নে বায়তুল্লাহ দেখি আলহামদুলিল্লাহ,
কোনোদিন সরাসরি দেখি অথবা কোনোদিন মদিনা মুনাওয়ারার আসেপাশে নিজেকে দেখি আলহামদুলিল্লাহ। তবে কয়েকদিন আগের একটি স্বপ্ন আমাকে খুব বিচলিত করছে আল্লহুম্মাগফিরলি।
আমি দেখছি মসজিদে নববীতে যাব,সফর গাইড আমাদেরকে একজায়গায় নামিয়ে দিয়ে বলে এখানেই মসজিদে নববী।
আমি আমার পরিবারসহ ভিতরে ঢুকে দেখি সবুজ গম্বুজ ঠিকই আছে কিন্ত তা আসল মসজিদে নববী নয়!বরং তার পাশেই আল্লাহর অবাধ্যতা করা হচ্ছে যেমন গান বাজানো হচ্ছে,নাচ করা হচ্ছে আস্তাগফিরুল্লাহ!এবং এমন সবুজ গম্বুজ আরো ৩ ৪ টা পাশেই আছে,মূলত রমরমা ব্যাবসা চালু করা হয়েছে একে ঘিরে।
এরকম পরিবেশ দেখেই বুঝতে পেরেছি এটা আমার গন্তব্য নয়,তাই আমি পরিবারসহ রওয়ানা দিলাম আসল মসজিদে নববীর খোঁজে,স্থানীয় কয়েকজন বললো এত রাতে স্থানীয় ছাড়া ওই এরিয়া তে ক্ষমতাসীনরা(ভালো মানুষ নয়) কাউকে ঢুকতে দিবেনা তবে ৪ ৫ টা বাইক একসাথে নিয়ে গেলে আটকাবেনা ইনশাআল্লাহ, তাই আমরা বাইক নিয়ে রওনা হই এবং মসজিদে নববীর কাছাকাছি গিয়ে অত্যন্ত স্নিগ্ধ বাতাসের অনুভূতি পেয়ে আমি উপলব্ধি করি এটাই আমাদের মসজিদে নববী সুবহানআল্লাহ।