বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
হাজির অর্থ উপস্থিত এবং নাজির অর্থ প্রদর্শনকারী।আজরাঈল আঃ কে আল্লাহ যখন হুকুম দিবেন,তখন তিনি হাজির হন, এবং প্রদর্শন করেন। যেহেতু আল্লাহর হুকুমের পর এক সেকেন্ড হাজার ভাগের এক ভাগ সময়ও দেড়ী হয় না, তাই এই হিসেবে আজরাঈল আঃ কে হাজির নাজির বলা যেতে পারে। তবে উনার নিজস্ব কোনো ক্ষমতা নাই, উনি শুধুমাত্র আল্লাহর হুকুমকেই পালন করে থাকেন।
(২)
যে করো কাছে দুনিয়াবী কোনো জিনিষ চাইতে হবে।এটা মনে রাখবেন, যার কাছে চাইতেছেন, তাকেও আল্লাহই ঐ জিনিষ দিয়েছে।সেও আল্লাহর মুখাপেক্ষী।
(৩)
আল্লাহ ইরশাদ করেছেন,
قُلْ يَتَوَفَّاكُم مَّلَكُ الْمَوْتِ الَّذِي وُكِّلَ بِكُمْ ثُمَّ إِلَىٰ رَبِّكُمْ تُرْجَعُونَ
বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে। অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে।
সূরা সেজদা-১১)
আল্লাহ ইরশাদ করেছেন,
حَتَّىَ إِذَا جَاء أَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُنَا وَهُمْ لاَ يُفَرِّطُونَ
অবশেষে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হয় তখন আমার প্রেরিতরা তার মৃত্যু ঘটায় এবং তারা কোনো ত্রুটি করে না। [সুরা আনআম : ৬১]
তাফসীরে জ্বালালাইনে উল্লেখ করা হয়,
{حَتَّى إذَا جَاءَ أَحَدكُمْ الْمَوْت تَوَفَّتْهُ} وَفِي قِرَاءَة تَوَفَّاهُ {رُسُلنَا} الْمَلَائِكَة الْمُوَكَّلُونَ بِقَبْضِ الْأَرْوَاح {وَهُمْ لَا يُفَرِّطُونَ} يُقَصِّرُونَ فِيمَا يُؤْمَرُونَ
ঐ সমস্ত ফিরিশতাগণ জান কবজ করেন, যাদেরকে মৃত্যু দানের কাজে নিযুক্ত করা হয়েছে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি/ভাই!
কুরআন হাদীসে মালাকুল মওত কে আজরাঈল নামে কোথাও অবিহিত করা হয়নি। কুরআন হাদীসে মালাকুল মউত নাম উল্লেখ করা হয়েছে। বিভিন্ন আছার দ্বারা বর্ণিত রয়েছে যে, উনার নাম আজরাঈল।
যাই হোক,আজরাঈল আঃ এর অধিনে ফিরিস্তাদের দুইটি অংশ রয়েছে।নেককারদের জন্য একাংশ এবং বদকারদের জন্য অন্য একাংশ। আজরাঈল তিনি নিজে সবার জান কবজ করেন না।বরং উনার অধিনস্ত ফিরিশতা দ্বারাই তিনি জান কবজ করিয়ে থাকেন।