আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আমার দ্বীনে ফেরার আগে থেকে মোবাইল আসক্ত ছিলাম। আমার একটা বদ অভ্যাস ছিল টয়লেটা গেলেও মোবাইল নিয়ে যেতাম। টয়লেটেও মোবাইল টিপটাপ৷
তো দ্বীনে ফেরার পর আজকে ২ বছর হয়ে গেলেও আমার অভ্যাস টা যায় নাই। আমি টয়লেটে গেলে ফেসবুক বা ইউটিউব চালায়। ফেসবুকে বিভিন্ন ইসলামিক পেইজে বা গ্রুপে লাইক থাকায় স্ক্রলিং এর সময় হঠাৎ করে ইসলামিক কন্টেন্ট, কুরয়ানের আয়াত, আল্লাহর নাম, হাদিস, মোহাম্মদ সাঃ এর নাম ইত্যাদি চলে আসে,,,, এর জন্য কি কুফরি হবে?