আসসালামু'আলাইকুম।
আমার স্বামী একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। উৎপাদনের ক্ষেত্রে নানান কাঁচামাল উনার কিনতে হয়। কাঁচামাল কেনার ক্ষেত্রে সবাই সাপ্লায়ারদের কাছ থেকে কমিশন নিয়ে থাকে৷ আমাকে কত পার্সেন্ট কমিশন দিবেন? অথবা, আমাকে ৩% কমিশন দিবেন।
এখন প্রশ্ন হচ্ছে,কাঁচামাল কেনার ক্ষেত্রে এভাবে কমিশন নেওয়া কি জায়েজ???
দ্বিতীয়ত,কোন একটা জিনিসের দাম যদি ২ টাকা হয়,সেক্ষেত্রে ১ লক্ষ পিস কেনার জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয় মালিকের পক্ষ থেকে। ১ লক্ষ পিস কাঁচামাল কিনতে গেলে ব্যক্তিগত সম্পর্কের খাতিরে হোক কিংবা বেশি পরিমাণ জিনিস কেনার কারনেই হোক,কিছু ১০/১৫ হাজার টাকা ডিসকাউন্ট পাওয়া যায়৷ সেই টাকাটা মালিককে কেউ ফেরত দেয়না আর। প্রশ্ন হলো,এভাবে বাঁচানো টাকা নিজের কাছে রেখে দেওয়া কি জায়েজ হবে???