ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)পীর আল্লাহর বন্ধ বলে দাবী করা ঠিক হবে না।এটা সম্পূর্ণই বানোয়াট ও জালিয়াতি।
(২)
মৃত পীরের কবরে কিছু চাওয়া শিরক।
(৩)
এগুলো ভন্ডামি ব্যতিত আর কিছুই নয়।
(৪)
মুরিদ মারা গেলে মুরিদের পীর কবর থেকে তার মুরিদের সওয়াল জওয়াব দিয়ে দিবে। একথা বিশ্বাস করা কুফরি।
(৫)
মুরিদ যদি বিপদে পরে তার পীর কবর থেকে এসে ওই মুরিদকে সাহায্য করবে! এটা বিশ্বাস করা কুফরি
পরকালে আমাদের সবাইকে নিজ নিজ আ'মলের হিসাব নিকাশ দিতে হবে।কারো পাপের বোঝাকে অন্য কেহ বহন করবে না।
আল্লাহ তা'আলা বলেনঃ
ﻭَﻟَﺎ ﺗَﺰِﺭُ ﻭَﺍﺯِﺭَﺓٌ ﻭِﺯْﺭَ ﺃُﺧْﺮَﻯ ﻭَﺇِﻥ ﺗَﺪْﻉُ ﻣُﺜْﻘَﻠَﺔٌ ﺇِﻟَﻰ ﺣِﻤْﻠِﻬَﺎ ﻟَﺎ ﻳُﺤْﻤَﻞْ ﻣِﻨْﻪُ ﺷَﻲْﺀٌ ﻭَﻟَﻮْ ﻛَﺎﻥَ ﺫَﺍ ﻗُﺮْﺑَﻰ الخ
কেউ অপরের বোঝা বহন করবে না। কেউ যদি তার গুরুতর ভার বহন করতে অন্যকে আহবান করে কেউ তা বহন করবে না-যদি সে নিকটবর্তী আত্নীয়ও হয়।
(সূরা ফাতির-১৮)