জনাব প্রায় ৩ মাস আগে, আমি নেশায় ঘোরে ছিলাম , তখন আমার স্ত্রী আমার কাছে এসে আমাকে বলে এই সব না করলে হয় না , আমি বলেছি ঠিক আছে আর করবো না, তখন আমার স্ত্রী বলে, না তুমি করতে থাকো আমাকে তালাক দিয়ে দেও, তখন আমি বলছি , আমি তালাক দিবো না , তুমি দিয়ে দেও আমায় তখন সে বলে না তুমি দেও, তখন আমি বলছি আমি দিলে তুমি খুশি। সে বলে হে আমি খুশি যাও তালাক দিলাম , তখন আমাকে বলে এভাবে না বল এক তালাক আমি বলছি হে বললাম এক তালাক, বল দুই তালাক আমি বলছি দুই তালাক, বল তিন তালাক তখন আমি তিন তালাক বলছি, বেস একটুই। তারপর থেকে আমরা স্বাভাবিকভাবেই সংসার চালিয়ে যাই। এখন প্রায় ৩ মাস হয়ে গিয়েছে, আমাদের তালাক হয়েছে। কিন্তু বাচ্চা পেটে আসার পর আমরা এই মাসয়ালা সম্পর্কে বুঝতে পারি আমাদের তালাক হয়েছে । এখন বাচ্চা ২ মাসের গর্ভে।
১.এই অবস্থায় আমাদের করণীয় কি? আমার তালাকপ্রাপ্তা স্ত্রীকে আমি আবার ফেরত আনতে চাচ্ছি।
২.এই বাচ্চাটা কি ইসলামিক শরিয়তে বৈধ ?
নাকি অবৈধ বাচ্চা হিসাবে গণ্য করা হবে?
আর যদি অবৈধ হয় তখন কি করা উচিত ?
আমি এই বিষয়ে অনুতপ্ত। আল্লাহর কাছে এই মুসিবত থেকে পানাহ চাই। ইন শা আল্লাহ আমি আমার পরবর্তী জীবন ইসলাম পালন করে চলব ইন শা আল্লাহ।