আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
227 views
in সালাত(Prayer) by (45 points)
আসসালামু আলাইকুম হুজুর,

৩ রাকাত পড়ে দুদিকে সালাম ফিরিয়ে তারপর মনে হলো ১ রাকাত বাকি আছে তারপর আবার তাকবীর দিয়ে দাড়িয়ে বাকি রকাত শেষ করে সাহু সিজদা দিয়েছি,
নামাজ আদায় হয়েছে?

.


আসসালামু আলাইকুম হুজুর,


৩ রাকাত পড়ে দুদিকে সালাম ফিরিয়ে তারপর মনে হলো ১ রাকাত বাকি আছে তারপর আবার তাকবীর দিয়ে দাড়িয়ে বাকি রকাত শেষ করে সাহু সিজদা দিয়েছি,
নামাজ আদায় হয়েছে?

1 Answer

0 votes
by (648,600 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
فى البحر الرائق- ومن احكامه- ومن أحكامه أنه لو سلم مع الإمام ساهيا أو قبله لا يلزمه سجود السهو لأنه مقتد وإن سلم بعده لزمه وإن سلم مع الإمام على ظن أن عليه السلام مع الإمام فهو سلام عمد فتفسد (البحر الرائق، كتاب الصلاة، باب الحدث فى الصلاة-1/662
মাসবুক ব্যক্তি যদি ভুলে ইমামের সাথে বা আগে সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার উপর নামাযের শেষাংসে সাহু সেজদা দেয়া আবশ্যক নয়। আর যদি ইমাম সালাম ফিরানোর পর সালাম ফিরায়, তাহলে তার উপর নামাযের শেষাংসে সাহু সেজদা দেয়া ওয়াজিব। আর যদি ইমামের সাথে সালাম ফিরায় এটা ভেবে যে, ইমামের সাথে তার সালাম ফিরানো উচিত, তাহলে তার নামায ফাসিদ হয়ে যাবে। এ নামায পুনরায় পড়তে হবে। (আল বাহরুর রায়েক-১/৬৬২ ,ফাতওয়ায়ে শামী-২/৩৫০ ,ফাতওয়া আলমগীরী-১/৯১)


চার রাকাতি নামাযে তিন রাকাত পড়ার পর ভুলে সালাম ফিরিয়ে নিলে, চায় এক দিকে হোক বা দুই দিকে, তারপর স্বরণ হলে, অথবা পাশের কাউকে দেখে নিজের মনের মধ্যে স্বরণ হয়ে গেলে, অবশিষ্ট নামাযকে পূর্ণ করতে হবে এবং সাহু সিজদা দিতে হবে। যতক্ষণ না কিবলার দিক থেকে মুখ ফিরছে বা কারো সাথে কথা বলছে। যখন কিবলার দিক থেকে মুখ ফিরে যাবে বা কারো সাথে কথা বলা হয়ে যাবে, তখন উক্ত নামাযকে নতুনকরে পড়তে হবে। 

(وَيَسْجُدُ لِلسَّهْوِ وَلَوْ مَعَ سَلَامِهِ) نَاوِيًا (لِلْقَطْعِ) لِأَنَّ نِيَّةَ تَغْيِيرِ الْمَشْرُوعِ لَغْوٌ ( مَا لَمْ يَتَحَوَّلْ عَنْ الْقِبْلَةِ أَوْ يَتَكَلَّمْ)
(আদ্দুরুল মুখতার-২/৯১)

(কিতাবুল ফাতাওয়া ২/৪৩৯)


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (648,600 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

+1 vote
1 answer 165 views
0 votes
1 answer 560 views
0 votes
1 answer 226 views
0 votes
1 answer 205 views
+1 vote
1 answer 196 views
...