বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
হাদীস শরীফে এসেছেঃ
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আল্লাহ বলেছেন, মানুষ সময়কে গালি দিয়ে আমাকে কষ্ট দেয়। অথচ আমিই সময় (সময়ের স্রষ্টা), সব কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে, আমি রাত-দিনের পরিবর্তন করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৭৪৯১)
قَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ يَسُبُّ ابْنُ آدَمَ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِيَ اللَّيْلُ وَالنَّهَارُ " .
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি বলতে শুনেছি, মহীয়ান গরীয়ান আল্লাহ বলেনঃ আদম সন্তান সময় ও কালকে গাল-মন্দ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত ও দিন (-এর বিবর্তন সাধিত হয়)। (সহিহ মুসলিম- ২২৪৬)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নের বিবরণ মতে আপনার ঈমান চলে যাবেনা।
(০২)
আপনি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বড় কুফরি মূলক কোনো কাজ করেছেন কিনা,বা বড় কুফরি মূলক কথা বলেছেন কিনা,বললে কাফের হয়ে যাবেন।
(০৩)
না,আপনার ঈমান চলে যায়নি।
(উল্লেখ্য যে ফেইক আইডি খোলা জায়েজ নেই।)
(০৪)
না,ঈমান চলে যাবেনা।
(০৫)
এক্ষেত্রে ঈমান চলে যাবেনা।
(০৬)
এক্ষেত্রে জাহালত ওযর বলে গন্য হবে,ঈমান চলে যাবেনা।
তবে তাকে তওবা ইস্তেগফার করে ফিরে আসতে হবে।
আরো জানুনঃ-