আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
187 views
in হালাল ও হারাম (Halal & Haram) by (16 points)
আসসালামুআলাইকুম ওয়ারহমাতুল্লাহ।।

আমি শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ প্রায় ২ বছর ধরে।এই দুই বছর চারজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইছি কোন সমাধান হয়নি।আমার মেইন সমস্যা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ঘুম ও দুশ্চিন্তা করা আর পেটের অসুখ।
তো দুশ্চিন্তা করতে করতে আমার বিপি এখন হাই হয়ে গেছে। একটু দুশ্চিন্তা ও পর্যাপ্ত পরিমাণে ঘুম না হলে ও কিছু খাবার খেলেই হাই হয়ে যায়।  ১৩০/১০০, ১৪০/১০০।
এর জন্য প্রত্যেক ডাক্তার আমাকে ঘুম ও দুশ্চিন্তা মুক্ত থাকার জন্য ঘুমের (টেনশনের) মেডিসিন দিয়ে থাকেন।
এই জাতীয় মেডিসিন যতদিন খায় ততদিন ঘুম ও বিপি নিয়ন্ত্রণে থাকে।(আমি এখন মেডিসিন খাওয়া ছেড়ে দিয়েছি) পরবর্তী ডাক্তার এর সাথে সাক্ষাৎ করার মতো অর্থ আমার নাই।
ডাক্তার আমাকে নিষেধ করেছে কোন ভাবেই দুশ্চিন্তা করা যাবেনা এবং রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ও কিছু খাবার এড়িয়ে চলতে হবে।
আর্থিক দিক থেকে আমি বা আমার পরিবার খুবই অভাবী এবং ঋনগ্রস্থ।(আমি পরিবারের বড় ছেলে)
আমি কিছু দিন যাবত অনলাইনে কাজ করে  ভালোই ইনকাম করেছি এবং এর জন্য বিয়ে করেছি।কিন্তু অনলাইনে আমি বড় ধরনের লসের শিকার হয় যেটা আমার বোকামির জন্য।এখন আমার পরিবারে খুবই খারাপ অবস্থা চলছে।আর আমার অনলাইনে ইনকাম না থাকায় এখন আমার পরিবার আমাকে দেখতে পারেনা সারা দিন বোকাঝকা করে এমন কি আমার প্রতিবেশিরাও।(পরিবারে আর্থিক অবস্থার কারণে এমনেতেই আমার দুশ্চিন্তা কোন ভাবেই কমছে না)

এসব বোকাঝোকা শুনার পর আমি আমার গ্রাম ছেড়ে চাকরির উদ্দেশ্যে রাজধানী আসি।
এখানে এসে আমি আমার পরিচিত জনদের মাধ্যমে দুই ধরনের জব পাই(পরিচিত লোক ছাড়া যব খোজা খুবই কঠিন আর আমি রাজধানীতে নতুন) এক, দুই সিপ্টি কাজ করতে হবে রাতে ১ সাপ্তাহ এবং দিনে ১ সাপ্তাহ বা ১ সিপ্টি কাজের ক্ষেত্রেও  রাত ১২-২ টা পর্যন্ত জাগ্রত থাকতে হবে।দুই,একটি চাইনিজ কোম্পানি আছে সেখানে পুতুল খেলনাপাতি বানানো হয় এখানে কাজ করতে হবে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত বেতন একেবারেই কম এটা বাদ দিলাম মেইন সমস্যা এখানে জব করলে যোহর,আসর,মাগরিবের নামাজ কাযা করতে হবে।
( এসব কথা আমি একজন দ্বীনদার পল্লি চিকিৎসক কে বলার পর উনি আমাকে রাত জেগে কাজ করতে নিষেধ করেন এবং নিজ স্বাধীনে ব্যবসা করার পরামর্শ দেন কিন্তু আমার কাছে ব্যবসা করার মতো কোন অর্থ নেই কেননা আমার পরিবার ঋণগ্রস্ত ও অভাবী)

এখন প্রিয় শায়েখ আপনার কাছে আমার প্রশ্ন,
আমি এখন কোন পথ বেচে নিব?
যদিও আমার শারিরীক অবস্থা ভালো না। বাড়িতে ফিরে যাওয়াও সম্ভব না পরিবার বা প্রতিবেশী এসব বুঝবেনা।
দয়া করে সব দিক বিবেচনা করে আমাকে ভালো পরামর্শ দিবেন।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


হাদীস শরীফে এসেছেঃ- 

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ النَّمَرِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زِيَادِ بْنِ عِلاَقَةَ، عَنْ أُسَامَةَ بْنِ شَرِيكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ كَأَنَّمَا عَلَى رُءُوسِهِمُ الطَّيْرُ فَسَلَّمْتُ ثُمَّ قَعَدْتُ فَجَاءَ الأَعْرَابُ مِنْ هَا هُنَا وَهَا هُنَا فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَنَتَدَاوَى فَقَالَ " تَدَاوَوْا فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمْ يَضَعْ دَاءً إِلاَّ وَضَعَ لَهُ دَوَاءً غَيْرَ دَاءٍ وَاحِدٍ الْهَرَمُ " .

উসামা ইবন শারীক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এমন সময় আসি, যখন তাঁর সাহাবীগণ তাঁর চারপাশে এমন ভাবে বসে ছিল, যেন তাঁদের মাথার উপর পাখী বসে আছে (অর্থাৎ শান্তভাবে)। এরপর আমি সালাম করি এবং বসে পড়ি। এ সময় আরবের লোকেরা এদিক-সেদিক থেকে সেখানে সমবেত হয় এবং তারা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি চিকিৎসা করাব? তিনি বলেনঃ হ্যাঁ, তোমরা রোগের চিকিৎসা করাবে। কেননা, আল্লাহ তা’আলা এমন কোন রোগ সৃষ্টি করেন নি, যার চিকিৎসার জন্য ঔষধের ব্যবস্থা রাখেন নি; তবে বার্ধক্য এমন একটি রোগ যার কোন চিকিৎসা নেই।
(আবু দাউদ ৩৮১৫)

প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
চিকিৎসা গ্রহন করা সুন্নাত,সুতরাং আপনাকে যেহেতু বিশেষজ্ঞ ডাক্তারগন পর্যাপ্ত পরিমাণে ঘুম দিতে বলেছেন ও দুশ্চিন্তা করা থেকে বেঁচে থাকতে বলেছেন,তাই আপনি যথাসাধ্য ডাক্তারদের এই পরামর্শ মেনে চলবেন।
,
প্রশ্নে উল্লেখিত ছুরতে পরামর্শ হলো,আপনার এখন আরো চাকুরী খোজার সময় বা সুযোগ,সোর্স না থাকলে আপাতত শিফট বাই শিফট, যেই প্রথম জবের কথা বলেছেন,সেই জবের ক্ষেত্রে রাতের ঘুম মিস হলে দিনে ঘুম পারবেন।
এই চাকরি করা অবস্থায় ঘুমের কারনে শারিরীক ভাবে অসুস্থ হলে আপনি অন্য চাকরি তালাশ করবেন,ততদিনে অনেকের সাথে পরিচয় হয়ে যাবে,তাতে তখন আপনার সুবিধামতো চাকুরী খোজা সম্ভব হবে,ইনশাআল্লাহ। 

তাই আপাতত প্রথম চাকুরীতে জয়েনের পরামর্শ থাকবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...