ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সূরা ফাতিরের ২৮ নং আয়াতের ব্যখ্যা হল,
«إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ»، أي إنما يخشاه حق خشيته العلماء العارفون به
আল্লাহকে চিনার মত চিনেন,একমাত্র আলেমগণ।(ইবনে কাসীর)
তাফসীরে জ্বালালাইনে বলা হয়
{إنَّمَا يَخْشَى اللَّه مِنْ عِبَاده الْعُلَمَاء} بِخِلَافِ الْجُهَّال كَكُفَّارِ مَكَّة
আল্লাহকে আলেমগণই(তথা মুসলমানগণ) ভয় করেন।তবে জাহিলরা যেমন মক্কার কাফিরগণ আল্লাহকে ভয় করে না।বর্ণিত রয়েছে,https://www.ifatwa.info/50660
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অাল্লাহকে চুড়ান্ত পর্যায়ে আলেমগণই ভয় পায়। এখানে আলেম দ্বারা প্রতিষ্টানিক আলেম উদ্দেশ্য নয়। বরং আল্লাহ ও আখেরাত সম্পর্তে জ্ঞানী ব্যক্তিবর্গই উদ্দেশ্য।
আর আলেমগণ ব্যতিত অন্যরাও আল্লাহকে ভয় পায়, তবে আংশিক ভয় পায়।বেশী নয়।
(২)
পাপ করার সময় কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় পায় কি পায় না জানি না,তবে সেট বড় কুফুরি হবে।
(৩)
কেউ যদি বলে রিজিক পাওয়ার জন্য ওয়াসীলা খুজতেছি তবে শিরক হবে না।