আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
221 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (40 points)
১.আল্লাহকে আলেমগণই ভয় করেন।তাহলে যারা সাধারণ মুসলিম তারা কি আল্লাহকে ভয় পায় না?

২.পাপ করার সময় কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় পায় কি পায় না জানি তবে কি বড় কুফুরি হবে?

৩.কেউ যদি বলে রিজিক পাওয়ার জন্য ওয়াসীলা খুজতেছি তবে কি শিরক হবে?

1 Answer

0 votes
by (606,750 points)


ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সূরা ফাতিরের ২৮ নং আয়াতের ব্যখ্যা হল,
«إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ»،  أي إنما يخشاه حق خشيته العلماء العارفون به
আল্লাহকে চিনার মত চিনেন,একমাত্র আলেমগণ।(ইবনে কাসীর)

তাফসীরে জ্বালালাইনে বলা হয়
{إنَّمَا يَخْشَى اللَّه مِنْ عِبَاده الْعُلَمَاء} بِخِلَافِ الْجُهَّال كَكُفَّارِ مَكَّة
আল্লাহকে আলেমগণই(তথা মুসলমানগণ) ভয় করেন।তবে জাহিলরা যেমন মক্কার কাফিরগণ আল্লাহকে ভয় করে না।বর্ণিত রয়েছে,https://www.ifatwa.info/50660

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
অাল্লাহকে চুড়ান্ত পর্যায়ে আলেমগণই ভয় পায়। এখানে আলেম দ্বারা প্রতিষ্টানিক আলেম উদ্দেশ্য নয়। বরং আল্লাহ ও আখেরাত সম্পর্তে জ্ঞানী ব্যক্তিবর্গই উদ্দেশ্য।

আর আলেমগণ ব্যতিত অন্যরাও আল্লাহকে ভয় পায়, তবে আংশিক ভয় পায়।বেশী নয়।

(২)
পাপ করার সময় কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় পায় কি পায় না জানি না,তবে সেট বড় কুফুরি হবে।

(৩)
কেউ যদি বলে রিজিক পাওয়ার জন্য ওয়াসীলা খুজতেছি তবে শিরক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...