আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
(১) আমি অনার্স ১ম বর্ষে অধ্যায়নরত আছি আলহামদুলিল্লাহ,দ্বীন সম্পর্কে ভালো ভাবে জানার জন্য মাদরাসায় ভর্তি হতে চাচ্ছি ইন শা আল্লাহ, কিন্তু আমার পরিবার যেহেতু নন প্রাক্টিসিং, তাই তারা মাদরাসায় পড়া পছন্দ করে না, আর আব্বুকে জানালে আব্বু না করে দিবে।তাই আমি চাচ্ছিলাম বাসা থেকে না জানিয়েই বাসার আশেপাশে কোনো মাদরাসায় ভর্তি হতে ইন শা আল্লাহ। সেক্ষেত্রে আমি যদি বাসা থেকে এই কথা বলে বের হই যে " কোচিং এ যাচ্ছি/পড়তে যাচ্ছি /কলেজে যাচ্ছি" তাহলে কি তা মিথ্যার অন্তর্ভুক্ত হবে?
(২) বাসা থেকে যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো নন প্রাক্টিসিং পরিবারে(পাচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু অন্যান্য ব্যাপার গুলো ঠিক ন্রি যেমন- গীবত,মিথ্যা,হিংসা,অহংকার) বিয়ে ঠিক করতে চায় সেক্ষেত্রে আমার করনীয় কি?
(৩) আমি গত কয়েকদিন আগে স্বপ্ন দেখি যে কিয়ামতের ময়দানে আমরা উঠছি, সেখানে আদম (আঃ) কে লাশ নেওয়ার খাটে শুইয়ে নেওয়া হচ্ছে, আর পিছনে সকল নবী রাসুলগন ছিলো একদম সাদা পোশাক পরিহিত অবস্থায় আর আমি সেখানে এক সাইডে দাড়িয়ে সব কিছু দেখছিলাম। ( সকালে উঠে পুরো স্বপ্ন ক্লিয়ার মনে করতে পারছিলাম না কিন্তু কিছুটা এমনি)
জাযাকাল্লাহু খইরন।