ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
সূরা ফাতিরের ২৮ নং আয়াতের ব্যখ্যা হল,
«إِنَّمَا يَخْشَى اللَّهَ مِنْ عِبَادِهِ الْعُلَمَاءُ»، أي إنما يخشاه حق خشيته العلماء العارفون به
আল্লাহকে চিনার মত চিনেন,একমাত্র আলেমগণ।(ইবনে কাসীর)
তাফসীরে জ্বালালাইনে বলা হয়
{إنَّمَا يَخْشَى اللَّه مِنْ عِبَاده الْعُلَمَاء} بِخِلَافِ الْجُهَّال كَكُفَّارِ مَكَّة
আল্লাহকে আলেমগণই ভয় করেন।তবে জাহিলরা যেমন মক্কার কাফিরগণ আল্লাহকে ভয় করে না।
(২)
কেউ যদি পাপ করা সময় বলে আমি আল্লাহ কে ভয় পাই না, তাইলে এটা চুড়ান্ত পর্যায়ের বড় কুফুরি কাজ হবে।
(৩)
কেউ যদি বলে সে আল্লাহকে ভয় পায়না, তবে তা বড় কুফুরি কাজ হবে।
(৪)
প্রশ্নের বিবরণমতে শিরক হবে না। তবে আল্লাহর দিকে সম্বন্ধযুক্ত করাই উচিৎ।
(৫)
জ্বী, এটা কুফরি।বড় ধরণের কুফরি।
(৬)
যদি এমন করতাম তা হলে এমন হতো না,এ কথা বলা শিরক না। তবে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকাই শ্রেয়।
কেউ হারাম ইনকাম করে। সে মনে করে রিজিক আল্লাহ তাযালা দেয়। আর সে যে কাজ সেটি শুধুমাত্র ওয়াসীলা, তবে তা শিরক হবে না।