আসসালামু আলাইকুম।
হুজুর,
০১.যদি অদৃশ্যমান নাজাসাতের কারণে ঘরের আসাবাবপত্র মোছা হয়, তবে প্রতিটি আসবাবপত্র মোছার পূর্বে নতুন করে ন্যাকড়াকে তিন বার ধৌত করতে হবে কি, নাকি একবারেই সব আসবাব মোছা যাবে?
০২. নাপাক পানি (যা অদৃশ্যমান নাজাসাত) হাতে লাগল।তারপর সেই ভেজা হাত দিয়ে কোন মোবাইল ধরা হল।পরবর্তীতে মোবাইলটি শুকিয়ে যায়। তারপর মোবাইলটাকে ভেজা হাতে ধরা হল(পবিত্র পানিতে ভেজা হাত)। তাহলে হাত নাপাক হয়ে গেছে, কারণ নাপাক জিনিস ভিজলে নাপাকি চলে আসে। এবার সেই ভেজা হাত বিভিন্ন জায়গায় যেমন - গায়ের কাপড়-আসবাবপত্রতে লাগল।
প্রশ্ন হল -যেসব বস্তুতে ভেজা হাতটা লাগবে সবই কি নাপাক হয়ে যাবে???