আসসালামু 'আলাইকুম।
বাংলাদেশে যে সরকারী ব্যাংক রয়েছে, সোনালী/অগ্রণী/জনতা/রুপালী/বাংলাদেশ ব্যাংক, এগুলোর IT(Information Technology) সেকশনে চাকরি করা কি জায়েজ??
মানে Hardware Maintainance Engineer, IT Officer, Network Administrator, Network Engineering, Dabatabase Administrator, Programmer
এসব পদে চাকরি করা কি জায়েজ হবে??
এদের কাজ হলো কারিগরি সহায়তা দেওয়া। সরাসরি সুদ লেখার কাজে সাহাজ্য করা নয়।
যেমন Hardware Maintainance Engineer এর কাজ অনেকটা এরকম : ব্যাংকের ভিতর থাকা যন্ত্রাংশের রক্ষণাবেক্ষণ, ত্রুটি নির্ণয়, ত্রুটি ঠিক করা।
Database Administrator এর কাজ হলো ব্যাংকের ডাটাবেজ নিয়ন্ত্রন করা, ডেভলপ করা, ত্রুটি নির্নয় ও ঠিক করা ইত্যাদি।
আবার Programmers পদের কাজ হয়ত এরকম : সুদী সফটওয়্যার/সিস্টেম তৈরি, বাগ ফিক্স করা ইত্যাদি