গোসলের সুন্নত তরিকা হচ্ছে সমস্ত শরীর ৩বার ধৌত করা।এক্ষেত্রে ডান কাধে ৩বার তারপর বাম কাধে ৩বার এরপর মাথায় ও সমস্ত শরীরে ৩বার পানি ঢেলে দিতে হয়।তাহলে কেউ যদি ডান দিকে ৩বার ধৌত করার পর বাম দিক যখন ৩বার ধৌত করতে যাবে এমতাবস্থায় বাম দিক ধৌত করার সময় যদি শরীরের ডানদিক হালকা শুকিয়ে যায় বা শুকিয়ে যেতে লাগে এতে করে কি কোনো সমস্যা হবে?বা গোসল সঠিক হবে না?যেমন অযুর ক্ষেত্রে আমরা জানি যে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগেই আরেক অঙ্গ ধুতে হয়।