বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
""রসূল তাঁর জন্মদিনে এতিম মিসকিনদের দায়িত্ব নিতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন,, এদিনে মানুষকে খুশি থাকতে বলেছেন"" এমন কোন কথা হাদীসে নেই।
রাসুলের জন্মদিন কখন তা নির্দিষ্টকরে কোনো হাদিসে নেই।রাসূলুল্লাহ সাঃ এর মৃত্যু ১২রবিউল আউওয়াল হয়েছিলো,সেটা অবশ্যই নির্দিষ্টকরে ইতিহাস ও হাদীসের কিতাবাদিতে বর্ণিত রয়েছে,কিন্তু রাসূলুল্লাহ সাঃ এর জন্ম ১২রবিউল আউওয়াল হয়েছিলো,সেটা নির্দিষ্টকরে কোনো কিতাবে বর্ণিত হয়নি।(আর-রাউযুল আনফ-সুহাইলি-৪/৪৩৯,আস-সিরাতুন-নাবাওয়্যিয়্যাহ-ইবনে কাসির-৪/৫০৯,ফাতহুল বারী-৮/১৩০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
যেহেতু রাসূলুল্লাহ সাঃ এর জন্ম তারিখ এবং বার কে নির্দিষ্টভাবে নির্ধারণ করা যাচ্ছে না ,তাই ১২ রবিউল আউওয়ালকে রাসূলুল্লাহ সাঃ এর জন্মতারিখ হিসেবে নির্দিষ্ট করা কখনো উচিৎ হবে না।
দ্বিতীয়ত,দিন তারিখ নির্দিষ্ট করে,কোনো অনুষ্টানের বা কোনো কিছুর আয়োজন করা বিদ'আতের অন্তর্ভুক্ত।রাসূলকে এ দিনে পেয়েছি,এ খুশিতে যদি ১২ রবিউল আউওয়ালকে নির্দিষ্ট করে, সেই দিনে ইয়াতিম মিসকিনকে যদি কিছু দেয়া হয়,তাহলে সেটা অনুচিৎ হিসেবিই পরিগণিত হবে।হ্যা দিন তারিখ নির্দিষ্ট না করে অবশ্যই কিছু করা যেতে পারে।