আজ মাগরিবের নামাযের প্রথম রাকাতে ইমাম কে রুকুতে পেয়ে, তাড়াতাড়ি করে রুকুতে গিয়ে একবার সুবহানা রব্বিয়াল আযিম বলার সাথে সাথে ইমাম সামিআল্লা হুলি,,,,,হামিদা বললো, তারপর ও আমি তাড়াতাড়ি আমি আরও দুবার তাসবিহ পড়ে শেষ করে দাঁড়ায়। আমার সাথে একই কায়দায় অনেকে ছিলো। কিন্তু শিউর হতে পারছিলাম না আমি কি প্রথম তাসবিহ পড়ে শেষ করতে পেরেছি! একবার মনে হচ্ছে করেছি, আবার মনে হচ্ছে না শেষ করার আগেই ইমাম সামিআল্লা,,,, বলেচেন। কিন্তু সম্ভবনা বেশি মনে হচ্ছে একবার তাসবিহ পড়তে পেরেছি।তারপর ইমাম দাঁড়িয়ে গেলেও আমি বাকি দুবার শেষ করে দাঁড়ায়।
তারপরো সন্দেহ থেকে যাচ্ছে ঐ তাসবিহ বলা নিয়ে, রাকাত নিয়ে। পেরেশানি তে আছি। আমার আবার ওয়াসাওয়াসার সমস্যা ও ়আছে।
ঐভাবেই ইমামের সাথে সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। আমার নামায আদায় হয়েছে???