স্বামীর অনুমতিক্রমে স্ত্রী বাপের বাড়িতে বেড়াচ্ছিল। এ অবস্থায় সে স্বামীর কাছে আসতে আগ্রহী হয়েছিল এবং কবে আসবে তা মোবাইলে স্বামীকে জিজ্ঞেস করে। স্বামী স্পষ্ট করে কিছু না বলে বলেছে পরে জানাবে। স্বামী তখন প্রকৃতপক্ষে তালাক সম্পর্কিত
https://ifatwa.info/49832/?show=49832#q49832 এই জিজ্ঞাসার জবাবের অপেক্ষায় ছিল।
স্ত্রী একা আসবে নাকি বিবাহ শোধরানোর স্বার্থে শরয়ী অভিভাবকসহ আসতে বলবে সে বিষয়ে স্বামী নিশ্চিত ছিল না। কেননা তখনও জিজ্ঞাসার জবাব পায়নি।
পরবর্তীতে স্বামীকে তার শাশুড়ী ফোন করে স্ত্রী কবে যাবে জিজ্ঞেস করলে স্বামী উত্তর দেয় এই বলে যে-
---সে এ বিষয়ে পরে জানাবে। এখন তার স্ত্রীর আসাটা খুব একটা urgent না।---
স্বামীর এসকল কথোপকথনে কোনোক্ষেত্রেই তালাকের নিয়ত ছিল না।
তালাক সম্পর্কিত জিজ্ঞাসার উত্তরের জন্য অপেক্ষারত অবস্থায় স্বামীর এরুপ কথোপকথনসমূহে (স্ত্রী ও শাশুড়ীর সাথে উল্লিখিত কথায়) তালাক পতিত হয়েছে কি?
উত্তরের অপেক্ষায় রইলাম।
ধন্যবাদ।