আসসালামু আলাইকুম।
(১) ভার্সিটির জন্য installment এর টাকা ব্যাংক এ জমা দেওয়ার সময় কিছু টাকার মধ্যে ১ টা ১০০০ টাকার নোটে কয়েকটা ফুটা ছিল। কিছু ছোট ছোট ফুটা ও ১/২ টা বড় ফুটা হবে হয়তো। ফূটাগুলো আমি দেখার পরও আমি সেই টাকা টা ব্যাংক এর লোক কে দিয়েছি। আমি অবশ্য সেই ফুটা নোট টা সবার ১ম এ রেখেছি। কিন্তু আমি ব্যাংকের লোককে বলিনি যে, ১ টা নোট ফুটা ছিল। উনি টাকা গুলো ১ম মেশিনে গুনে পরে হাতে চেক করে আমাকে রিসিট দিয়েছে। উনি চেক করার সময় ১০০% গুরুত্ব দিয়ে টাকাগুলো চেক করেছে কিনা জানি না। এখন হাতে চেক করার সময় উনি ওই ১০০০ টাকার নোটটা যে ফুটা ছিল সেটা দেখেছে কিনা জানি না। কারন আমাকে কিছু বলেনি। আমিও বলিনি যে ১ টা টাকায় ফুটা ছিল। (কারন আমি ভাবলাম, আমি যদি বলি যে টাকাটায় ফুটা আছে, তাহলে টাকাটা যদি চলার মতোও হয়,বেশি একটা সমস্যাও না হয়, তাহলেও হয়তো উনি বলতে পারে টাকাটা পরিবর্তন করে দেন। কারন সবাই সবচেয়ে ভালো জিনিসটাই চায়। এখন উনাকে বললে হয়তো কোন কারন দেখিয়ে নিবে না, অথবা অন্য একটা নোট চাবে। আমি সেধে যদি নিজের ভুল ধরিয়ে দেই, তাহলে তো ব্যাংকার লোকটা ভাবতে পারে যে, "যেহেতু উনি (মানে আমি) নিজে থেকেই বলেছে টাকাটায় ফুটা আছে তাহলে ভালো নোট দিলেই পারে বা উনার থেকে (মানে আমার থেকে) ভালো নোটটাই চাই।"
কথা হচ্ছে টাকাটা তো আমাকে কোথাও না কোথাও চলাতে হবে। কোনো দোকানে দিলে তো সেই দোকানদার নাও চালাতে পারে বা চালাতে গিয়ে সমস্যায় পড়তে পারে। কিন্তু ব্যাংক তো দোকানদারের চেয়ে কিছুটা হলেও সহজে চালাতে পারবে। আর টাকাটা এমন না যে খুব বেশি ছিড়া ছিল। হাল্কা কিছু ফুটা ছিল।
বিঃদ্রঃ কিন্তু আমাকে কেউ দিলে আমি যদি খেয়াল করতাম তাহলে সেই ব্যক্তির কাছে আরো টাকা থাকলে তাকে আমি চেঞ্জ করে দিতে বলতাম। কারন আমি একটু ছিড়া টাকা দেখলেই সেটা ব্যবহার করতে চাইনা। কারন কাউকে দিলে সে যদি না নেয়।
এখন এরকম হলে তো, আমি অন্য কোন সময়ও কাউকে বেশি টাকা দেওয়ার ক্ষেত্রে সবগুলো টাকা চেক করে দিতে হবে যে কোন টাকা হাল্কা ছিড়া বা ফুটাসহ দিলাম কিনা। এইভাবে তো একটু ছিড়া টাকা হলেই তাহলে কাউকে দিতে পারবো না। নিজের কাছে রেখে দিতে হবে।কারন মনে হবে কাউকে ধোকা দিলাম কিনা। পরে কম টাকার বিনিময়ে সেটা আবার পরিবর্তন করতে হবে (গুলিস্তান বা অন্য কোথাও থেকে)। এইভাবে তো তাহলে আমার আরো ক্ষতি।
আচ্ছা আমি কি একটু বেশি ভাবতেছি? এটা কি শয়তানের দেওয়া ওয়াস ওয়াসা? এই কাজটা করার কারনে কি আমার গুনাহ হবে? এটা কি কারোর হক নষ্ট করা? নাকি শুধু মাত্র একটি পাপ কাজ? কারন আমি জানি যে কারোর হক নষ্ট হলে সেটা সেই ব্যক্তিই মাফ করতে পারে।
(২) ওই টাকা যদি সেই ব্যাংকার অন্য কাউকে দেয় তাহলেও কি সেই পাপের ভাগিদার আমি হবো? (কারন টাকাটা আমি ব্যাংকারকে দিয়েছি) কিন্তু আমিও তো এই টাকাটা অন্য জায়গা থেকে পেয়েছি।