আসসালামু আ'লাইকুম!!!!এমন কিছু শব্দ আছে যা অনেকের জন্য উচ্চারণ করা কঠিন!!!সেসব শব্দ নামাযে উচ্চারণ করতে গেলে তা উচ্চারণ করা অনেক কষ্টসাধ্য,,,,, সেসব শব্দ উচ্চারণ করতে গেলে গলার ভিতর হতে বাতাস বের হতে চায় না,,,ফলে কাঙ্ক্ষিত শব্দও উচ্চারিত হয় না,,,,,,বের কয়েকবার চেষ্টার পর শব্দ সঠিকভাবে উচ্চারিত হয়!!!তো কারও এমন অবস্থা (সবসময়) হলে কি নামায শুদ্ধ হবে?