জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
অন্যের সম্পদ চাই তাহা বাবার হোক বা মার হোক বা অন্য কাহারো হোক,না বলে কাহারো থেকে কিছু নেয়া জায়েজ নেই।
সবই চুরির শামিল,যাহা মারাত্মক অপরাধ।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَنْ كَانَتْ لَهُ مَظْلَمَةٌ لأَخِيهِ مِنْ عِرْضِهِ أَوْ شَيْءٍ فَلْيَتَحَلَّلْهُ مِنْهُ الْيَوْمَ قَبْلَ أَنْ لاَ يَكُونَ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ إِنْ كَانَ لَهُ عَمَلٌ صَالِحٌ أُخِذَ مِنْهُ بِقَدْرِ مَظْلَمَتِهِ وَإِنْ لَمْ تَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ صَاحِبِهِ فَحُمِلَ عَلَيْهِ
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের সম্ভ্রমহানি বা অন্য কোন বিষয়ে যুলুমের জন্য দায়ী থাকে, সে যেন আজই তার কাছ হতে মাফ করিয়ে নেয়, সে দিন আসার পূর্বে যে দিন তার কোন দ্বীনার বা দিরহাম থাকবে না। সে দিন তার কোন সৎকর্ম না থাকলে তার যুলুমের পরিমাণ তা তার নিকট হতে নেয়া হবে আর তার কোন সৎকর্ম না থাকলে তার প্রতিপক্ষের পাপ হতে নিয়ে তা তার উপর চাপিয়ে দেয়া হবে।
(বুখারী শরীফ ২৪৪৯. (আধুনিক প্রকাশনীঃ ২২৭০, ইসলামিক ফাউন্ডেশনঃ ২২৮৭)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার আব্বুকে বিষয়টি জানিয়ে ক্ষমা চেয়ে নিতে হবে।
যদি তাহা সম্ভব না হয়,তাহলে আপনি যতটাকা এভাবে লুকিয়ে না বলে আপনার আব্বু থেকে নিয়েছেন,সেই পরিমান টাকা তাকে ফিরিয়ে দিবেন।
সরাসরি তার হাতে বা তার পকেটে দিবেন।
অন্যথায় তার ব্যাংকের একাউন্টে জমা করবেন,অথবা বিকাশ,নগদ ইত্যাদি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তার মোবাইলে পাঠাবেন।
আরো জানুনঃ