ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
বিবাহ এবং তালাকের বিষয় গুলো মুখে বললেই হয়ে যায়।
এমনকি ঠাট্রাচ্ছলে মুখে বললেও হয়ে যাবে।
,
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ثَلَاثٌ جَدُّهُنَّ جَدٌّ، وَهَزْلُهُنَّ جَدٌّ: النِّكَاحُ، وَالطَّلَاقُ، وَالرَّجْعَةُ
আবূ হুরাইরাহ (রাযি.) সূত্রে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলোঃ বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা।
হাসান : আবূ দাঊদ ২১৯৪, তিরমিযী ১১৮৪, ইবনু মাজাহ ২০৩৯, ইরওয়া ১৮২৬, সহীহ আল জামি‘ ৩০২৭।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
বিবাহ এবং তালাকের বিষয় গুলো রেজিস্ট্রার করতেই হবে,এমন কোনো আবশ্যকীয়তা শরীয়তে নেই। শুধু মুখে বললেই বিয়ে/ তালাক হবে।
রেজিস্ট্রার করার বিষয়টি দেশীয় আইন।
(০২)
এ কথায় স্বামীর যেহেতু তিন তালাকের নিয়ত ছিলোনা,তাই এক তালাক পতিত হবে।
সুতরাং এক্ষেত্রে আবারও উক্ত স্বামীর কাছে আসা যাবে।
(০৩)
এক্ষেত্রে ৩ তালাক পতিত হবে।
তালাক এর ক্ষেত্রে সাক্ষী থাকা ভালো।
তবে আবশ্যকীয় বিধান নয়।
(৪.৫)
প্রশ্নে উল্লেখিত বিবাহের ফলে উক্ত ২য় স্বামী লা'নত প্রাপ্ত হবে।
হাদীসে রাসুলুল্লাহ সাঃ এহেন হিলাকারী স্বামী ও সংশ্লিষ্টদের জন্য কঠোর বাক্য ব্যবহার করেছেন।
তবে ১ম স্বামী হতে তালাকের পর ইদ্দত পালন শেষে এভাবে অন্যত্রে বিবাহ বসে সেখানে সহবাস হওয়ার পর তালাক হয়ে গেলে ইদ্দত পালন শেষে ১ম স্বামীর সাথে পুনরায় বিবাহ বসলে (২য় স্বামী লা'নত প্রাপ্ত হলেও) সেই বিবাহ শুদ্ধ হবে।
এটিই হানাফি মাযহাব সহ অনেক ইসলামী স্কলারদের মত।
তবে কিছু ইসলামী স্কলারদের মত অনুযায়ী এ ধরনের হীলা জায়েজ নেই,তাই বিবাহও সহীহ না হওয়ার তারা মত পোষন করেন।
★সুতরাং তাদের মতানুসারীগন সেই মত অনুযায়ী আমল করতে পারেন।
আরো জানুনঃ-