ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার নিকট যে কিতাব ছিলো সেই কিতাবের পিডিএফ পড়ে নিবেন।যেহেতু আপনার নিকট বেহেশতি জেওর কিতাব খানা ছিল, তাই আপনি বেহেশতি জেওর কিতাবখানা ডাউনলোড করে পড়ে নিবেন। আর আপনি যদি আহকামুন নিসা কিতাবখানা বর্তমানে পিডিএফ ডাউনলোড করেন,তাহলে পরবর্তীতে যখনই সুযোগ হবে, ঐ কিতাবের হার্ডকপি সংগ্রহ করে নিবেন। পরবর্তীতে সংগ্রহে রাখার নিয়তে বর্তমানে জরুরতে আপনি পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়তে পারবেন।
(২)
এই সমস্ত এপ থেকে হাদীস পড়া নিরাপদ নয়। সুতরাং আপনি হয়তো হার্ডকপি থেকে হাদীস পড়বেন।নতুবা কোনো নির্ভরযোগ্য উস্তাদ থেকে হাদীস সংগ্রহ করে নিবেন।
মিশকাত শরীফ বাংলা,যা ইসলামিয়া কুতুব খানা থেকে ৬ খন্ডে প্রকাশিত হয়েছে, সেই কিতাব খানা নির্ভরযোগ্য। আপনি সংগ্রহ করে নিতে পারেন।
(৩)
গোনাহ হবে বলেতো নিশ্চিতরুপে কিছুই বলা যাচ্ছে না।তবে এভাবে বাংলা অনুবাদ থেকে কুরআন বা কুরআন তরজমা কোনোটাই নিরাপদ নয়। আপনি উস্তাদ থেকে কুরআন পড়বেন।কুরআনের উচ্ছারণ ও তরজমা উস্তাদ থেকেই পড়বেন।
(৪)
স্বত্ব সংরক্ষিত কিতাবের পিডিএফ পড়া তো জায়েয হবে না। তাছাড়া উস্তাদ ব্যতিত বাংলা উচ্ছারণ থেকে কুরআন পড়া সম্পূর্ণ অনিরাপদ।
(৫)
নিয়মিতভাবে স্রাব গেলে আপনি মা'যুরের হুকুমে চলে আসবেন।প্রতি ওয়াক্তের জন্য একটি অজুই আপনার যথেষ্ট হবে।ঐ অজু দ্বারা যত সম্ভব আপনি নামায ও কুরআন তিলাওয়াত করতে পারবেন।