বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
কোনো প্রকার সুদী কাজে সহযোগিতা করা কখনো জায়েয হবে না।
কুরআনে কারীমে আল্লাহ তা'আলা ঘোষণা দিয়েছেন,
ﻭَﻻَ ﺗَﻌَﺎﻭَﻧُﻮﺍْ ﻋَﻠَﻰ ﺍﻹِﺛْﻢِ ﻭَﺍﻟْﻌُﺪْﻭَﺍﻥِ ﻭَﺍﺗَّﻘُﻮﺍْ ﺍﻟﻠّﻪَ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﺷَﺪِﻳﺪُ ﺍﻟْﻌِﻘَﺎﺏِ
সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য কর। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।(সূরা-মায়েদা-২)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
বিকাশ এপের কাজে সহযোগিতা মূলক কাজে ভিন্ন কম্পানির সাথে যুক্ত হয়ে সাময়িকভাবে আপনি করতে পারবেন। তবে কোনো সুদী কাজে সহযোগিতা করতে পারবেন না। এটা আপনার জন্য জায়েয হবে না।
সাধারণ বিকাশ এপের কাজ সুদ কাজ নয়, তাই করতে পারবেন।তবে বিকাশের ডিপিএস সিস্টেমের কোনো কাজ আপনি করতে পারবেন না।