আসসালামু আলাইকুম।
আমার আজকের তাহাজ্জুদ, ফজর দুইটাই মিস চলে যায় আল্লাহুম্মাগফিরলি।ফজরের আজান কানে ভেসে আশছিল উঠব করে কখন ঘুমাই গেসি বুজি নাই।
তো যখন ঘুম ভাংগে দেখি ইশরাকের ওয়াক্ত ও হয়ে গেছে ৬টা বাজার কাছাকাছি। তো ঘুমটা ভাংগে স্বপ্নে ভয় পেয়ে স্বপ্ন টা ছাড়া ছাড়া কেমন যেন যা মনে আছে বলি,,প্রথমে নিজেকে খারাপ অবস্থায় দেখি জামা ছাড়া, পরে আবার দেখি যে গাছ থেকে জাম পাড়েতসি জায়গাটা কেমন যেন, আবার দেখি উচু দালান টাইপের শহুরে জায়গায় গেসি বিডি টাইপ না,আবার দেখি মাক্কা গেসি আর বলতেসি মাক্কা এত সুন্দর ছবি তুলতে চাচ্ছিলাম আবার দেখি আমার এক ফ্রেন্ড এর বোন ও অখানে। তারপর আবার বাসা দেখি নিজের আমার ছোট ভাইকে চাচ্চু আর তার ছেলে ডাক্তেসে কি ব্যপারে ডাক্তেসে মনে নাই তারপপর এই সময়টাতেই আম্মুকে নিয়ে কিছু একটা স্বপ্নের মধ্যে ভাবতেসিলাম যেটা আমি চাচ্ছিলাম না তাই ভয় পেয়ে উঠে যাই।(মানে ঘুক ভেঙে যায়)।কিন্তু আম্মুকে নিয়ে কি ভাবসি স্বপ্নে সেটা মনে আশতেসে না কিন্তু খুব ভয় হচ্ছে আর খারাপ ব্যাখা আশতেসে নিজে নিজে মনে মনে।তারপর আমি তিনবার থু থু দিয়ে উঠে নামাজ পরি, পরে আবার ঘুমাই।যেহেতু সকাল তাই ভেঙে অনেক স্বপ্ন দেখসেতিলাম।
২) পরে আর একটা স্বপ্ন দেখলাম যে আমি মুলত একজনের হিদায়াত এর জন্য দ্বীনের জন্য দুয়া করি।মাঝে মাঝে প্রায় সময়ই(নন মাহরাম) সে আমার জন্য।তো স্বপ্নে দেখি যে সে ফেসবুকে লিখসে সে দ্বীন সম্পর্কে জানতে চায় কেও যদি থাকে তাকে যেন হেল্প করে (মানে স্বপ্নের এরকম কিছু বুঝানোই আমি দেখসি)এবং আমি ভাবতেসিলাম তাকে কমেন্ট এ আই ও এম এর কথা বলব।এরপর পর ঘুম ভেঙে যায়।তো এইটা আমি ভালো স্বপ্ন ধরে নিই।
কিন্তু এই স্বপ্ন নিয়ে আর আম্মুর ব্যপারটা নিয়ে আমার খারাপ চিন্তা আশতেসে ভয় হচ্ছে আম্মুর যদি কিছু হয়(মানে এই ভালো স্বপ্ন যা আমি ভাবতেসি সেটার ভাবনা হিসেবে আম্মুর ক্ষতির চিন্তা মাথায় আশতেসে।এবং অই খারাপ লাগার কাওরনেই খারাপ চিন্তা আশতেসে।
১,২ নং স্বপ্ন কি খারাপ কোোন ইংগিত বহন করে?আমার আম্মুর জন্য সত্যি ভয় লাগতেসে আর ২ং স্বপ্নের জন্য আমি খুশি কিন্তু এই স্বপ্নের ধরুন আম্মুর কিছু হবে কিনা সেটা ভয় লাগতেসে।