আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
275 views
in কুরবানী (Slaughtering) by (4 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ,
১.কোরবানির সময় অসমান ভাগে গরু ক্রয় করা যাবে?

যেমন ৭ ভাগের মধ্যে কেউ ২ ভাগ, কেউ ১ ভাগ, কেউ ৪ ভাগ এভাবে কি পশু কোরবানি দেয়া যাবে?
২. নাকি ৩ জন মিলে কোরবানি দিলে তাদের ৩ জনকেই সমান ভাগেই টাকা দিতে হবে?

৩. আমার স্বামী যদি চায় তাহলে কি আমি ৭ ভাগের ১ ভাগ, আমার শাশুড়ী ১ ভাগ এবং বাকি ৫ ভাগ আমার স্বামী বহন করতে পারবে?
by
edited
+1
১.কারো ওয়াজিব কোরবানি যদি আমার স্বামী দিয়ে দেয় তাহলে কি তার ভাগের গোস্ত তাকে পাঠিয়ে দিতেই হবে? তার কোরবানি ওয়াজিব হওয়া সত্বেও, কোরবানি দিতে ব্যর্থ।  তাই তার সোয়াবের উদ্দেশ্যে আমার স্বামী কোরবানিতে তার নামটাও রাখতে চাচ্ছে। 

২. যদি কারো ওপর কোরবানি ওয়াজিব না হয় তবে সেই ক্ষেত্রে কোরবানিতে তার নাম দিলে তাকে গোস্ত পাঠিয়ে দিতে হবে?

৩. একটা গরু কয়জন মিলে কোরবানি দিতে পারবে?

1 Answer

0 votes
by (597,330 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
গরু বা উট কুরবানি দিলে, যতজন শরীক হবেন, তাদের সর্বনিম্ন একটি অংশ থাকা জরুরী।একাধিক তথা এক অংশের বেশী চায় পূর্ণ অংশ হোক বা অর্ধেক অংশ হোক জায়েয হবে।

পূর্ণ এক অংশ ব্যতিত ওয়াজিব আদায় হবে না।তবে নফল আদায় হবে।
وإن دفع أحدهم ثلاثة دنانير ونصفا، والآخر دينارين ونصفا، والآخر دينارا جازت عنهم؛ لأن أقل النصيب هو السبع، وكذلك لو اشترك خمسة ودفع أحدهم دينارين والثاني دينارين ونصفا والثالث ثلاثة دنانير والرابع كذلك والخامس ثلاثة دنانير ونصفا جازت عنهم؛ لأن أقل النصيب هو السبع، كذا في محيط السرخسي.
একজন তিন দিনার ও অর্ধে দিনার দিল,এবং দ্বিতীয় জন দুই দিনার ও অর্ধেক দিনার দিল, এবং তৃতীয়জন এক দিনার দিল।সর্বমোট সাত দিনার দ্বারা একটি গরু বা উট ক্রয় করা হল।তাহলে এমনভাবে শরীক হওয়াও জায়েয। কেননা সর্বশেষ সাত অংশের একটি অংশে শরীক হওয়া যায়।সাত অংশের এক অংশের অর্ধেকে শরীক হওয়া যাবে না।

ঠিকতেমনি, যদি পাঁচজন মিলে একটি গরু বা উট ক্রয় করা হয়,একজন দুই দিনার দিল, এবং দ্বিতীয়জন দুই দিনার ও অর্ধেক দিনার দিল,এবং তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চমজন তিন তিন করে দিনার দিয়ে সর্বমোট ১৩.৫ দিনার দিয়ে একটি গরু বা উট ক্রয় করা হল,অর্থাৎ সাত অংশের প্রত্যেকটি অংশের মূল্য দুই দিনার থেকে কম , তাহলে এক্ষেত্রে কুরবানি বিশুদ্ধ হবে।কেননা সর্বনিম্ন সাতের এক অংশে শরীক হওয়া এখানে বিদ্যমান রয়েছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩০৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4887

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) কোরবানিতে অসমান ভাগে গরু ক্রয় করা যাবে।যেমন ৭ ভাগের মধ্যে কেউ ২ ভাগ, কেউ ১ ভাগ, কেউ ৪ ভাগ এভাবে পশু কোরবানি দেয়া যাবে।তবে শর্ত হল, কারো ভাগ ৭/১ এর কম হতে পারবে না। কম হলে কারো কুরবানিই হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/48879

(২)
সমান অংশ থাকা জরুরী নয়।বরং কমবেশ করা যাবে।

(৩)
জ্বী, এভাবে করা যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (597,330 points)
উত্তর দেয়া হয়েছে।
by (48 points)
আসসালামুয়ালাইকুম,
শাইখ, ২ জন কি একসাথে ভাগে কোরবানি দিতে পারবে? যেখানে ১ম পক্ষ ৫/৬ ভাগের সমান টাকা দিবে আর ২য় পক্ষ ১/২ ভাগের টাকা দিবে? নাকি ২ পক্ষের ভাগ সমান হওয়া চাই?
by (597,330 points)
সমান হওয়া প্রয়োজন নাই। তবে একজন শরীকের এক অংশের কম হতে পারবেনা। সুতরাং একজনের ৬ ভাগ, এবং অপরজনের ১ ভাগ করা যাবে। এভাবে কুরবানি করা যাবে। 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 150 views
0 votes
1 answer 131 views
...