ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
গরু বা উট কুরবানি দিলে, যতজন শরীক হবেন, তাদের সর্বনিম্ন একটি অংশ থাকা জরুরী।একাধিক তথা এক অংশের বেশী চায় পূর্ণ অংশ হোক বা অর্ধেক অংশ হোক জায়েয হবে।
পূর্ণ এক অংশ ব্যতিত ওয়াজিব আদায় হবে না।তবে নফল আদায় হবে।
وإن دفع أحدهم ثلاثة دنانير ونصفا، والآخر دينارين ونصفا، والآخر دينارا جازت عنهم؛ لأن أقل النصيب هو السبع، وكذلك لو اشترك خمسة ودفع أحدهم دينارين والثاني دينارين ونصفا والثالث ثلاثة دنانير والرابع كذلك والخامس ثلاثة دنانير ونصفا جازت عنهم؛ لأن أقل النصيب هو السبع، كذا في محيط السرخسي.
একজন তিন দিনার ও অর্ধে দিনার দিল,এবং দ্বিতীয় জন দুই দিনার ও অর্ধেক দিনার দিল, এবং তৃতীয়জন এক দিনার দিল।সর্বমোট সাত দিনার দ্বারা একটি গরু বা উট ক্রয় করা হল।তাহলে এমনভাবে শরীক হওয়াও জায়েয। কেননা সর্বশেষ সাত অংশের একটি অংশে শরীক হওয়া যায়।সাত অংশের এক অংশের অর্ধেকে শরীক হওয়া যাবে না।
ঠিকতেমনি, যদি পাঁচজন মিলে একটি গরু বা উট ক্রয় করা হয়,একজন দুই দিনার দিল, এবং দ্বিতীয়জন দুই দিনার ও অর্ধেক দিনার দিল,এবং তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চমজন তিন তিন করে দিনার দিয়ে সর্বমোট ১৩.৫ দিনার দিয়ে একটি গরু বা উট ক্রয় করা হল,অর্থাৎ সাত অংশের প্রত্যেকটি অংশের মূল্য দুই দিনার থেকে কম , তাহলে এক্ষেত্রে কুরবানি বিশুদ্ধ হবে।কেননা সর্বনিম্ন সাতের এক অংশে শরীক হওয়া এখানে বিদ্যমান রয়েছে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩০৫)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/4887
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
(১) কোরবানিতে অসমান ভাগে গরু ক্রয় করা যাবে।যেমন ৭ ভাগের মধ্যে কেউ ২ ভাগ, কেউ ১ ভাগ, কেউ ৪ ভাগ এভাবে পশু কোরবানি দেয়া যাবে।তবে শর্ত হল, কারো ভাগ ৭/১ এর কম হতে পারবে না। কম হলে কারো কুরবানিই হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/48879
(২)
সমান অংশ থাকা জরুরী নয়।বরং কমবেশ করা যাবে।
(৩)
জ্বী, এভাবে করা যাবে।