আস সালামু আলাইকুম,
আমি কেনায়া শব্দের ব্যাপারে জানতাম না, আমি ভাবতাম তালাক না বললে তালাক হয় না। এজন্য আমি তালাক শব্দ ব্যবহার থেকে বিরত থাকতাম।
আমি ভাবতাম ডিভোর্স আর তালাক আলাদা। একবার অনেক রাগারাগির পর আমার বউকে বলি তোমাকে আমি সকালে এসে ডিভোর্স দিবো। আমি ইচ্ছা করেই তালাক শব্দ এড়িয়ে গেছি। ভেবেছি ডিভোর্স তো বিদেশি শব্দ।
আমি এই কথা বলার সময় বাস এ ছিলাম। সকাল হয় নি তখনো।
বাসায় পৌছতে সকাল হবে ,তাই রাগের মাথায় বলেছিলাম সকাল এ এসে ডিভোর্স দেবো, সম্পর্ক রাখবো না, ছেড়ে দেবো ইত্যাদি, ( সকালের উদ্দ্যেশ্য , ভবিষ্যতের কথা ) ওর গার্জিয়ান ও ডাকতে বলেছিলাম কথার এক পর্যায়ে। কিন্তু যতদূর মনে পড়ে, অতীত বাক্য বলিনাই। মন থেকে বলি নাই। রাগে ভয় দেখাতে বলেছি যত্দুর মনে পড়ে। তখনো আমি গাড়িতে, বাড়ি যাচ্ছিলাম মাকে দেখার জন্য, আর ও ছিলো ওদের বাড়িতে। তাই বলেছিলাম আগে সকালে তোমাদের বাড়ি পৌঁছে তোমাকে কোর্টে ডিভোর্স দিবো।
ডিভোর্স দেওয়ার ইচ্ছা আদৌ ছিলো কিনা মনে সায় দিচ্ছে না।
আমার বউ বলেছে যা করবা কইরো, তবে আগে মাথা ঠান্ডা করে বাসায় আসো, তোমাদের বাড়িতে আমাকে নাও , তারপর সবার সাথে কথা বলো। ও নিজে থেকে ডিভোর্স চায় নি।
এভাবে ভবিষ্যৎ নিয়ে কথা বলায় কি তালাকের মজলিস হয়েছে কিনা ( সকাল হতে কয়েক ঘণ্টা বাকি ছিল) । যদি তালাকের মজলিস হয় এটা, তাহলে এরকম মজলিসে কেনায়া শব্দ নিয়ত ছাড়া বললে তালাক হয় কিনা।
এর মধ্যে অনেকবার কথা হয়েছে ফোন, কোন কেনায়া শব্দ বলেছিলাম কিনা মনে পড়ছে না। ওই দিনের কল রেকর্ড এর জন্য সিম কোম্পানী তে কল করেছিলাম, ওরা বললো নিকটস্থ থানায় জানতে, এতদূর এগোনো কি ঠিক হবে?
হয়তো বলেছি আমাকে আর কল দিবা না অথবা সম্পর্ক রাখবো না। এগুলো বলেছি কিনা মনে নাই। শুধু মনে ওয়াসঅসা আসছে যে মনে হয় এই বলেছি।
সব কথা হয়েছে ফোনে, বাড়ি যাবার আগেই ফোনেই সব মিটমাট হয়ে গেছিলো।
সকালে বাড়ি যেয়ে মাফ চেয়ে নিয়েছি। এর পর আর এমন হয় নাই।
2 মাস আগের কথা , তাই মনে করতে পারছি না। 100 ভাগ শিওর না হয়ে কোন ডিসিশন না আসতে পেরে মন ভারী হয়ে আছে।
বিষয়টা আমাকে অনেক কষ্ট দিচ্ছে।
আমার কি করনীয় আমাকে জানাবেন।
ধন্যবাদ।