আস্সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহু ওয়া বারাকাতুহ ॥
সহীহ আক্বিদাহ বিষয়ক আমার কিছু প্রশ্ন ছিলো। আহলে হাদীস এর শাইখগণ যারা মদিনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন তারা আশআরি, মাতুরিদি আকিদা কে ভ্রান্ত বলেন । যেমন তারা বলেন, আশআরি, মাতুরিদি রা মনে করে আল্লাহ্‌ সর্বত্র বিরাজমান, আল্লাহ হাত মানে আল্লাহ্‌র কুদরতি হাত। এমন বিশ্বাস করা কে তারা ভুল বলেন। তারা উপমহাদেশের অনেক আলেমদের বিদআ'তি বলেন। দেওবন্দের আক্বিদাহ কে ভ্রান্ত বলেন। এখন তারা যা বলেন তা কি ঠিক? সহিহ আক্বিদাহ কোনটা? আশআরি, মাতুরিদি আক্বিদাহ কি ভুল? তাদের কোন বিশ্বাস টা ভুল? আক্বিদাহ বিষয়ক কি কোনো মতভেদ থাকতে পারে যেমনটা ফিক্বহের মাসয়ালার ক্ষেত্রে থাকতে পারে? আহলুস সুন্নাহর আক্বিদাহ কোনটা?