ধরা যাক, কেউ মাগরিবের নামাজ আদায় করছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা লাহাব আর দ্বিতীয় রাকাতে ইচ্ছাকৃতভাবে সূরা মাঊন পড়লো, এতে করে তার নামাজ কি পুনরায় দোহরাতে হবে? আমি বাংলাদেশের কওমী অঙ্গনের একজন বড় আলেমের মুখে এ কথা শুনেছি যে ইচ্ছাকৃতভাবে এভাবে পড়ার তাকে নামাজ পুনরায় দোহরাতে হবে। হানাফী মাযহাবের আলোকে একটু বিস্তারিত বললে উপকৃত হবো।