বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
হাদীস শরীফে
এসেছে-
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ،
أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِهِ
عَنْ رَجُلٍ، مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ قَالَ رَسُولُ اللَّهِ
صلى الله عليه وسلم " لاَ يُفْطِرُ مَنْ قَاءَ وَلاَ مَنِ احْتَلَمَ وَلاَ
مَنِ احْتَجَمَ " .
নাবী
(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর জনৈক সাহাবী থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া
সাল্লাম) বলেছেনঃ কারো বমি হলে, স্বপ্নদোষ হলে
এবং রক্তমোক্ষণ করালে সে সওম ভঙ্গ করবে না।
সুনানে আবু দাউদ, হাদীস নং- ২৩৭৬ (হাদিসের মানঃ
দুর্বল হাদিস)
ফাতাওয়ায়ে হিন্দিয়াতে আছে-
إذَا قَاءَ وْ اسْتِقَاءَ مِلْءَ الْفَمِ أَوْ
دُونَهُ عَادَ بِنَفْسِهِ أَوْ أَعَادَ أَوْ خَرَجَ فَلَا فِطْرَ عَلَى الْأَصَحِّ
إلَّا فِي الْإِعَادَةِ وَالِاسْتِقَاءِ بِشَرْطِ مِلْءِ الْفَمِ هَكَذَا فِي
النَّهْرِ الْفَائِقِ (الفتاوى الهندية-1/204
মর্মার্থ: অনিচ্ছায় মুখ ভরে বমি হলে রোযা
ভাঙ্গবে না। ইচ্ছেকৃত বমি করলে মুখ ভরে হলে ভেঙ্গে যাবে। মুখ ভরে না হলে ভাঙ্গবে
না।
★ সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
না, প্রশ্নোক্ত ক্ষেত্রে রোযা ভাঙ্গবে না। এমনকি রোযার কোনো
ক্ষতিও হবে না।