ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
অন্যান্য সূরা জানা সত্বেও শুধুমাত্র দুইটি সূরা দিয়ে সমস্ত নামায পড়া কখনো উচিৎ হবে না।বরং মাকরুহ হবে।হ্যা নামায হয়ে যাবে, তবে সওয়াবে অবশ্যই তারতম্য থাকবে।
নামাযে রাসূলুল্লাহ সাঃ বিভিন্ন সময় বিভিন্নভাবে কিরাত পড়েছেন।নামাযের মাসনুন কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন-https://www.ifatwa.info/117
(২)
বাচ্চাদের কপালে কালো টিপ পড়ানোর বদলে আল্লাহ লিখে যাবে না। অতীতে এমনটা কেউ করেনি।
(৩)
ইতিকাফ সুন্নত। আর সুন্নতের কোনো কাযা নাই। সুতরাং আরাফার রোযার সাথে বা অন্য কোনো রোযার সাথে ইতিকাফ করার কোনো নিয়ম শরীয়তে নাই।হ্যা, যদি কেউ ইতিকাফের মান্নত করে থাকে, আর মান্নত পূর্ণ করা ওয়াজিব।তখন সে রোযা রেখে ইতিকাফে বসবে।
(৪)
বাংলাদেশের যে দিন আরাফা হবে, সেইদিন আরাফার রোযা রাখবেন।